For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের অভিযোগ উড়িয়ে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট কমিশনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে মহারাষ্ট্রে তিনি যে নির্বাচনী ভাষণ দিয়েছেন তাতে কোনও ভাবে আদর্শ আচরণ বিধি ভঙ্গ হয়নি।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে মহারাষ্ট্রে তিনি যে নির্বাচনী ভাষণ দিয়েছেন তাতে কোনও ভাবে আদর্শ আচরণ বিধি ভঙ্গ হয়নি। কমিশন জানিয়েছে, গোটা ঘটনাটির অভিযোগ পাওয়ার পরে তা সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। এবং সেই মোতাবেক কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি।

কংগ্রেসের অভিযোগ উড়িয়ে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট কমিশনের

এই মাসের শুরুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। সেই প্রসঙ্গ তুলে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বিরোধীদের আক্রমণ করে বলেছিলেন, বিরোধীরা এমন কেন্দ্র থেকে প্রার্থী দিতে ভয় পাচ্ছে যেখানে সংখ্যাগুরুরা শক্তিশালী। কংগ্রেস হিন্দুদের অপমান করেছে। এবং দেশের মানুষ তাই কংগ্রেসকে এ নির্বাচনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে বিরোধীরা হিন্দুর জনসংখ্যা বেশি এমন কেন্দ্র থেকে ধরতে ভয় পাচ্ছেন। ঘটনার পরই কংগ্রেস প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে ও আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে কমিশনে অভিযোগ দায়ের করে। যে অভিযোগকে এদিন কমিশন খারিজ করে দিয়েছে।

English summary
PM Modi did not violate poll code during Wardha speech, says Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X