For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করছেন না ', দিল্লির ধরনায় হুঙ্কার চন্দ্রবাবুর, পাশে পেলেন রাহুল-ফারুককে

অন্ধ্রপ্রদেশকে 'বিশেষ রাজ্যের তকমা' না দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে তিনি রাজধর্ম পালন করেছন না। দিল্লির ধরনা মঞ্চ থেকে এমনই দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশকে 'বিশেষ রাজ্যের তকমা' না দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে তিনি রাজধর্ম পালন করেছন না। দিল্লির ধরনা মঞ্চ থেকে এমনই দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপির নেতা চন্দ্রবাবু এদিন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দেগে ধরনা মঞ্চে অবস্থান শুরু করেছেন। নরেন্দ্র মোদী সরকার যে গণতন্ত্রের গলা টিপে ধরেছেন সেই অভিযোগ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই তুলে ধরেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তিনিও যে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে অনশন আন্দোলনে নামছেন তাও জানিয়েছিলেন।

দিল্লির ধরনা মঞ্চ থেকে হুঙ্কার চন্দ্রবাবুর

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল থেকে ধরনায় বসেছেন চন্দ্রবাবু। কর্মূসূচি-তে অংশ নেওয়ার আগে তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর তিনি অন্ধ্রভবনে এসে একদিনের এই অনশন আন্দোলন যা 'ধর্ম পোরাতা দীক্ষা'-তে অংশ নেন। আর এই অনশন মঞ্চ থেকেই তিনি মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'কেউ যদি আবেদন-নিবেদেন দাবি পূরণ না করে তাহলে আমারও জানি কীভাবে তা আদায় করে নিতে হয়। এটা অন্ধ্রের মানুষদের আত্মসম্মানের লড়াই। যখনই কেউ সেই আত্মসম্মানে আক্রমণ করবে তাদের আমরা ছেড়ে কথা বলব না। আমি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছি ব্যক্তিদের আক্রমণ করা বন্ধ করুন।' এদিকে, এদিন অনশন আন্দোলনের এই মঞ্চে এসে ঘুরে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরের ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ফারুক আবদুল্লাও চন্দ্রবাবুর সঙ্গে এদিনের ধরনা মঞ্চে যোগ দেন। অনশন মঞ্চে বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে ,মোদীকে একাধিক তোপ দাগেন চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'অটলবিহারী বাজপেয়ী বলেছেন রাজধর্ম পালিত হয়নি গুজরাতের দাঙ্গার সময়। বর্তমানে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও রাজধর্ম পালিত হচ্ছে না। যদি আপনারা না পারেন এটা করতে, আমরা জানি এটা কীভাবে করাতে হয়।' তাঁর দাবি অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা না দেওয়ার ঘটনা জাতীয় একাত্মবোধকে আঘাত করতে পারে। সেই সঙ্গে নরেন্দ্র মোদীকেও এদিন আক্রমণ করেন। তিনি বলেন, অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে আর্থিক সহায়তা দেওয়ার নাম নেই, অথচ তিনি রবিবার গুন্টরে গিয়ে সভা করলেন। এই সভা কী জন্য করা হয়েছে তা সকলেই জানে বলেও দাবি করেন চন্দ্রবাবু নাইডু।

[আারও পড়ুন: সিবিআই ডেরায় পৌঁছলেন কুণাল, হাতে কোন ফাইল নিয়ে ঢুকলেন তিনি][আারও পড়ুন: সিবিআই ডেরায় পৌঁছলেন কুণাল, হাতে কোন ফাইল নিয়ে ঢুকলেন তিনি]

চন্দ্রবাবু নাইডুর দাবি , যেখানে প্রধানমন্ত্রী যান, সেখানেই তিনি গিয়ে মিথ্যাচার করেন। আর সেই একই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও। উল্লেখ্য, এদিন রাজঘাটে গান্ধীজীর সমাধিতে ফুল দিয়ে ধরনা শুরু করেন চন্দ্রবাবু নাইডু। অনুষ্ঠান মঞ্চে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে রাফালে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। বন্ধু অনিল আম্বানিকে সহায়তা করার অভিযোগও করেন তিনি।

এদিনের সভায় রাহুল গান্ধী ফের একবার তোপ দাগেন রাফালে চুক্তি নিয়ে। আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীকে ফের একবার আক্রমণ করেন রাহুল। উল্লেখ্য, ধরনা মঞ্চ ছাড়িয়ে অন্ধ্রের নেতাদের বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে সংসদেও। সংসদ চত্বরের বাইরেও দেখা যায় টিডিপি নেতা মন্ত্রীরা ধরনায় বসছেন

[আরও পড়ুন:মোদী জমানায় সরকারি পর্যায়ে বেড়েছে চাকরির সুযোগ! দাবি অন্তবর্তী বাজেটে][আরও পড়ুন:মোদী জমানায় সরকারি পর্যায়ে বেড়েছে চাকরির সুযোগ! দাবি অন্তবর্তী বাজেটে]

[আরও পড়ুন:Live- সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার! প্রিয়ঙ্কার রোড শো নিয়ে ব্যস্ততা লখনউতে][আরও পড়ুন:Live- সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার! প্রিয়ঙ্কার রোড শো নিয়ে ব্যস্ততা লখনউতে]

English summary
PM Modi did not follow raj dharma in Andhra Pradesh's case says Chandrababu Naidu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X