For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কে সম্বল মাত্র ২.২৩ কোটি টাকা- ৪টে সোনার আংটি, কোনও গাড়ি নেই, সম্পত্তির হিসেব দিলেন নরেন্দ্র মোদী

ব্যাঙ্কে সম্বল মাত্র ২.২৩ কোটি টাকা- ৪টে সোনার আংটি, কোনও গাড়ি নেই, সম্পত্তির হিসেব দিলেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

এক দিকে যখন টিএমসি নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি ফাঁস হচ্ছে। ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির তালিকা চমকে দেওয়ার মত। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসেব প্রকাশ করা হয়েছে তাঁরই দফতর। পিএমও ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে সেই হিসেব। জেনে নিন কত টাকার সম্পত্তি গত ৮ বছরে করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী সম্পত্তির হিসেব

প্রধানমন্ত্রী সম্পত্তির হিসেব

রাজনৈতিক নেতাদের সম্পত্তি নিয়ে যখন গোটা দেশে একটা সমালোচনার পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সম্পত্তির খতিয়ান দিলেন। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেই ওয়েব সাইটে প্রধানমন্ত্রী মোদীর সম্পত্তির তালিকা দেওয়া হয়েছে। তাতে প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর কত সম্পত্তি হয়েছে এই আট বছরে।

ব্যাঙ্কে কত টাকা রয়েছে মোদীর

ব্যাঙ্কে কত টাকা রয়েছে মোদীর

পিএমও প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে মাত্র ২.২৩ কোটি টাকা রয়েছে।যদিও গতবারের চেয়ে ২৬.১৩ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রী মোদীর। আর সোনার মধ্যে রয়েছে মাত্র চারটি সানার আংটি। যার দাম ১.৭৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী হলেও তাঁর নিজের কোনও গাড়ি নেই। সরকারি গাড়িতই যাতায়াত করেন তিিন। কোনও রকম শেয়ার-মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগ করেননি।

কত জমি রয়েছে মোদীর নামে

কত জমি রয়েছে মোদীর নামে

প্রধানমন্ত্রী মোদীর ব্যাঙ্কের টাকা, সোনার গয়না নাম মাত্র। আবার জমি-জমাও তেমন নেই। তিন জনের নামে জমি কিনেছেন তিনি। সেটাই গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে। ২০০২ সালে সেই জমি কিনেছিলেন তিনি। তাতে যাঁদের সঙ্গে যৌথ ভাবে জমি কিনেছিলেন তাতে সকলের সমান অধিকার রয়েছে বা ভাগ রয়েছে। গান্ধীনগরে কেনা সেই জমিিটও নিজের অংশটি তিনি দান করে দিয়েছেন। কাজেই প্রধানমন্ত্রী মোদীর কোনও অস্থাবর সম্পত্তি নেই। ়

কত টাকার বিমা করেছেন প্রধানমন্ত্রী

কত টাকার বিমা করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া হিসেব অনুযায়ী নিজের জন্য মাত্র ১,৮৯,৩০৫ টাকার বিমা করিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস প্রকল্পে ৯,০৫,১০৫ টাকার সার্টিফিকেট রয়েছে তঁার। আর হাতে রাখেন মাত্র ৩৫,২৫০ টাকা মাত্র। এদিকে টিএমসি নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বিমার বছরে ৫০ লক্ষ টাকা দেন। যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়।

মোদীর থেকে বেশি সম্পত্তি রাজনাথের

মোদীর থেকে বেশি সম্পত্তি রাজনাথের

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একাধিক কেন্দ্রীয় নেতার সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে। তাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর থেকে বেশি সম্পত্তি রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। রাজনাথ সিংয়ের ব্যাঙ্কে রয়েছে ২.৫৪ কোটি টাকা। আর অস্থাবর সম্পত্তি রয়েছে ২.৯৭ কোটি টাকা। এছাড়াও ২৯ জন কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্পত্তির হিসেব জানিয়েছেন।

বঙ্গ বিজেপিতে কি পালাবদলের সম্ভাবনা! সুকান্ত-শুভেন্দুদের হঠাৎ তলবে জল্পনা তুঙ্গেবঙ্গ বিজেপিতে কি পালাবদলের সম্ভাবনা! সুকান্ত-শুভেন্দুদের হঠাৎ তলবে জল্পনা তুঙ্গে

English summary
Prime Minister Narendra Modi assets value
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X