For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল অ্যাটাক : বাজপেয়ী যা পারেননি তা করে দেখালেন মোদী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি ৩০ সেপ্টেম্বর : ২০০১ সাল ভারতীয় পার্লামেন্টের নৃশংস হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই সময়ে ক্ষমতায় ছিল অটল বিহারি বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকার। বাজপেয়ী সরকার সেই সময়ে সার্জিক্যাল অ্যাটাকের সাহস দেখাতে পারেননি কিন্তু তা বাস্তবে করে দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

ভারত সব সময়েই সহনশীলতা দেখিয়েছে পাকিস্তানকে। কিন্তু একের পর এক জঙ্গি হামলার ঘটনায় দেশের সরকার কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকেই তাকিয়ে ছিল সারা দেশ। শেষ পর্যন্ত সার্জিক্যাল অ্যাটাকের সিদ্ধান্তের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

সার্জিক্যাল অ্যাটাক : বাজপেয়ী যা পারেননি তা করে দেখালেন মোদী

অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, তাই বাজপেয়ী যে সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন, সেই ভুল করলেন না মোদী। এই সিন্ধান্ত মোদীর জনপ্রিয়তাকে আরও অনেকগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষঞ্জরা। সামনের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ এ কর্ণাটক এবং গুজরাত বিধানসভা নির্বাচনে এর প্রভাব যে মোদীর পক্ষেই যেতে পারে এমনটাও মনে করছেন অনেকেই। [(ছবি) ভারতের সার্জিক্যাল অ্যাটাক নিয়ে কে কি বললেন, জেনে নিন]

উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ১৮ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। এর পরে কোঝিকোড়ে প্রধামন্ত্রী দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময়ে বলেছিলেন, "উরির ঘটনা আমরা এত সহজে ভুলবো না"। সেদিনেও অনেক রাজনৈতিক এবং কূটনৈতিক বিশেষঞ্জরা বুঝে উঠতে পারেননি উরি হামলার জবাবে এমন সিন্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী। [সার্জিক্যাল অ্যাটাকে মান খুইয়ে এখন মিথ্যা প্রলাপ বকছে পাকিস্তান]

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৭টি জঙ্গি ঘাঁটি ধ্বংস, এবং ৩৮ জন জঙ্গিকে খতম করার পরে ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রীর পদক্ষেপে খুশি দেশবাসী। পাকিস্তানের বিরুদ্ধে জবাবী হামলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এই জবাব জরুরী ছিল। সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী সঠিক সময়েই নিয়েছেন। একই দলের দুই প্রধানমন্ত্রীর মধ্যে তুলনা টানতে গিয়ে কূটনেতিক বিশ্লেষকরা তাই নরেন্দ্র মোদীকে সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে এগিয়ে রাখছেন।

English summary
PM Modi dares to go where ex-PM Atal didn't
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X