For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দুদিন আগে অস্ত্রে শান বিজেপির! গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে আক্রমণ মোদীর

কংগ্রেসের পাপের ক্ষমা করবে না সাধারণ মানুষ। এমনটাই মন্তব্য বিজেপির। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা সাম পিত্রোদাবলেছিলেন ৮৪ তে যা হওয়ায় তাই হয়েছে। তাঁর এই বক্তব্যের পরেই সরব হয় বিজেপি। এ

Google Oneindia Bengali News

কংগ্রেসের পাপের ক্ষমা করবে না সাধারণ মানুষ। এমনটাই মন্তব্য বিজেপির। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা সাম পিত্রোদা বলেছিলেন ৮৪ তে যা হওয়ায় তাই হয়েছে। তাঁর এই বক্তব্যের পরেই সরব হয় বিজেপি। এদিন রোহতকের সভা থেকে পিত্রোদার এইমন্তব্যকে দাম্ভিকতার সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী মোদী।

শিখ দাঙ্গা নিয়ে সাম পিত্রোদা

শিখ দাঙ্গা নিয়ে সাম পিত্রোদা

১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস নেতা সাম পিত্রোদাকে। সেই সময় তিনি বলেন, ৮৪-তে যা হাওয়ার তাই হয়েছে। একই সঙ্গে তিনি বিজেপি
গত ৫ বছরে কী কাজ করেছে তার ব্যাখ্যা দেওয়ার দাবি করেন।

অমিত শাহের আক্রমণ

সাম পিত্রোদার এই বক্তব্যকে আক্রমণ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি এই ঘটনাকে সমগ্র শিখ সম্প্রদায়ের দুঃখ বলে বর্ণনা করেন। বিজেপির তরফে সাম পিত্রোদার এই মন্তব্যের জন্য সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে।

[আরও পড়ুন: শেষ লগ্নে দিল্লির প্রচার! পদ্ধতি বদল করে বিজেপির নতুন পন্থা][আরও পড়ুন: শেষ লগ্নে দিল্লির প্রচার! পদ্ধতি বদল করে বিজেপির নতুন পন্থা]

মোদীর আক্রমণ

ভোটের দুদিন আগে এদিন রোহতকে প্রধানমন্ত্রী মুখে উঠে এসেছে সাম পিত্রোদার মন্তব্য প্রসঙ্গ। এই কথা কংগ্রেসের দাম্ভিকতার পরিচয় বলেও জানিয়েছেন তিনি।
এই ধরনের লোকই গান্ধী পরিবারের কাছে বলেও জানিয়েছেন মোদী।

[আরও পড়ুন:মোদী 'দুর্যোধন' হলে রাজীব গান্ধী 'রাবণ', পাল্টা দিলেন বিজেপি নেতা][আরও পড়ুন:মোদী 'দুর্যোধন' হলে রাজীব গান্ধী 'রাবণ', পাল্টা দিলেন বিজেপি নেতা]

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি জুড়ে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল। শিখ দেহরক্ষীর গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর ছড়িয়ে
পড়তেই দিল্লি ও আশপাশের এলাকায় শিখ নিধন শুরু হয়ে গিয়েছিল। কমপক্ষে ৩০০০ জনের মৃত্যু হয়েছিল। দিল্লির এই শিখ নিধনে একাধিক কংগ্রেস নেতাকে
অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন সজ্জন কুমার, জগদীশ টাইটলার, কমলনাথ, এইচকেএল ভগত।

English summary
PM Modi criticised comments of Sam Pitroda on 1984 anti sikh riots. He termed it asarrogance of congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X