For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিরুদ্ধে লড়াই, টুইটার প্রোফাইলে ছবি পরিবর্তন করলেন মোদী

করোনা বিরুদ্ধে লড়াই, টুইটার প্রোফাইলে ছবি পরিবর্তন করলেন মোদী

  • |
Google Oneindia Bengali News

এদিন নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মোদী। সেখানে প্রধানমন্ত্রী দেশব্যাপী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানান। তারপরেই এই পরিবর্তন করেন মোদী।

টুইটারের প্রোফাইল ছবি পরিবর্তন

টুইটারের প্রোফাইল ছবি পরিবর্তন

টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মুখ ও নাক ট্র্যাডিশনাল গামছা দিয়ে ঢাকা। এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণের একেবারে প্রথম শট থেকে ছবিটি নেওয়া হয়েছে। এনিয়ে একমাসের কম সময়ে তিনবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।

মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার

মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার

প্রধানমন্ত্রী এদিন সাতদশা পরামর্শে বলেছে মাস্ক ব্যবহারের কথা। তিনি জোর দিয়েছে ঘরে তৈরি মাস্কে। বিশেষজ্ঞরা বলছেন মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতেই তিনি এই ছবি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর গলায় গামছা

প্রধানমন্ত্রীর গলায় গামছা

ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সাদা রঙের গামছা ব্যবহার করেছেন। তার বর্ডারে লালরঙ রয়েছে। এছাড়াও কালো দিয়ে কাজ করা রয়েছে। এদিন ভাষণের একেবারে শুরুতে প্রধানমন্ত্রীর মুখে গামছা থাকলেও পরে তা তিনি নিজেই সরিয়ে দেন।

 শনিবার পরেছিলেন হাতে তৈরি মাস্ক

শনিবার পরেছিলেন হাতে তৈরি মাস্ক

শনিবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তাঁকে ঘরে তৈরি মাস্ক পরতে দেখা গিয়েছিল।

লকডাউন ভাঙার জেরে বিদেশিকে ৫০০বার 'সরি' লেখাল উত্তরাখন্ড পুলিশলকডাউন ভাঙার জেরে বিদেশিকে ৫০০বার 'সরি' লেখাল উত্তরাখন্ড পুলিশ

English summary
PM Modi changes his twitter profile picture after his message to the country on Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X