For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠকে কেন্দ্র, যেকোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কাশ্মীর নিয়ে জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কাশ্মীর নিয়ে জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। জল্পনা হচ্ছে, এই বৈঠক শেষে নীতি নিয়ে কিছু বদলের কথা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। অর্থাৎ কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ধেয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

জোরদার নিরাপত্তা

জোরদার নিরাপত্তা

ইতিমধ্যে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মোবাই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যাতে উপত্যকার শান্তি বজায় থাকে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এবং হস্টেল ছাড়তে বলা হয়েছে।

গৃহবন্দি মুফতি-আবদুল্লা

গৃহবন্দি মুফতি-আবদুল্লা

এদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা দলের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী তথা দলের সভানেত্রী মেহবুবা মুফতি ও পিপলস কনফারেন্স নেতা সজাদ গনিকে গৃহবন্দি করা হয়েছে।

স্তব্ধ সবকিছু

স্তব্ধ সবকিছু

সোমবারও জম্মুতে স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শ্রীনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় টিভি চ্যানেল উপত্যকায় বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ করে দেওয়া হয়েছে।

প্রচুর সেনা মোতায়ন

প্রচুর সেনা মোতায়ন

প্রসঙ্গত, গত সপ্তাহে দুই বার কাশ্মীরে কয়েক হাজার জন করে সেনা পাঠিয়েছে কেন্দ্র। প্রথমে দশ হাজার সেনা পাঠানোর পরে আবার ২৮ হাজার সেনা পাঠানো হয়। কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে আন্দাজ করেই এই কাজ করা হয়েছে। পরে অমরনাথ যাত্রাও বন্ধ করা দেওয়া হয়েছে।

English summary
PM Modi chairs cabinet meet, any policy decision likely on Jammu And Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X