For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ৬৮ তম জন্মদিনে ৬৮ কেজির কেক! জেনে নিন কোথায় কী কর্মসূচি

৬৮ তম জন্মদিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালন করবেন নিজের নির্বাচনী ক্ষেত্র বারানসীতে। জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবে প্রায় ৩০০ টি শিশু।

  • |
Google Oneindia Bengali News

৬৮ তম জন্মদিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালন করবেন নিজের নির্বাচনী ক্ষেত্র বারানসীতে। জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবে প্রায় ৩০০ টি শিশু। যার মধ্যে ২০০ জন প্রাইমারী স্কুলের আর বাকিরা বারানসীর বস্তি এলাকার বাসিন্দা। জন্মদিনের অনুষ্ঠান পালনে দুদিনের সফরে সোমবার বারানসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন তিনি।

মোদীর ৬৮ তম জন্মদিনে ৬৮ কেজির কেক! জেনে নিন কোথায় কী কর্মসূচি

দুদিনের বারানসী সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্ফিথিয়েটারের র‍্যালিতে ভাষণ দেবেন। এছাড়াও নিজের নির্বাচনী ক্ষেত্রের জন্য প্রায় ৬৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কথাও ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশের মন্ত্রী নীলকান্ত তিওয়ারি জানিয়েছেন, বারানসীর নারাউরে সরকারি প্রাইমারি স্কুলে যাবেন। 'রুম টু রিড' লাইব্রেরিতে যাওয়ার পাশাপাশি স্কুলের ২০০ শিশুর সঙ্গে সাক্ষাৎ করবেন। তিওয়ারি জানিয়েছেন, 'রুম টু রিড' প্রকল্পে বারানসীর ৫৩৮ টি প্রাইমারি স্কুলে লাইব্রেরি গড়ে তোলা হবে।

শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের কার্ড দেবে। আর প্রধানমন্ত্রী সেইসব শিশুদের মিষ্টি খাওয়াবেন।

বারনসীর ডিজেল লোকোমেটিভ ওয়ার্কসের গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রীষ সেখানকার বস্তির প্রায় ৭০ টি শিশুর সঙ্গেও মিলিত হবেন প্রধানমন্ত্রী।

উত্তর প্রদেশের মন্ত্রী জানিয়েছেন, যেহেতু এটি প্রধানমন্ত্রীর ৬৮ তম জন্মদিন, সেজন্য তা উদযাপন করতে একএকটি ৬৮ কেজির কেক ৬৮ টি জায়গায় কাটা হবে।

মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ৬৮ টি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ৯০ টি জায়গায় হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে। দলের নেতা ও কর্মীরা সরকারি প্রাইমারি স্কুলে ছাত্রদের সঙ্গে জন্মদিন পালন করবেন।

জন্মদিন পালনে শহরের বিশেষ বিশেষ জায়গা সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সুরক্ষায় শহরে প্রায় ১২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

রাতে বারানসীর বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নিজের কেন্দ্রের জন্য, ৬০০ কোটির উন্নয়ন প্রকল্পের উপহার দেবে। এরমধ্যে ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। বাকি ২০০ কোটির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

English summary
PM Modi to celebrate his 68th birthday in Varanasi with children, by cutting cakes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X