নতুন করে তিন তালাক বিল পাশ করাতে কোমর বেঁধে নামছে মোদীর মন্ত্রিসভা
ফের একবার কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হয়েছে। আগের বারে যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে তা পূরণ করার লক্ষ্যে শুরু থেকেই তৎপর কেন্দ্র। যার মধ্যে অন্যতম তিন তালাক বিল পাশ। আর এই তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসাবে গণ্য করতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তৎপরতা দেখাতে চলেছে।

আগের সরকার গত ফেব্রুয়ারিতে তিন তালাক নিয়ে যে অর্ডিন্যান্স পাশ করেছিল, তার বদলি হতে চলেছে নতুন বিল। কারণ আগের বিলটিকে রাজ্যসভায় পাশ করানো যায়নি।
সূত্রের খবর, তালাক-ই-বিদ্দত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আলোচনা করেছে। আসন্ন সংসলদ অধিবেশনে বিলটি নিয়ে আসা হবে।
আগের বারে মোদী সরকার তিনটি অর্ডিন্যান্স এনে তিন তালাক বিল পাশ করানোর চেষ্টা করেছিল। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধীরা বিল আটকে দিয়েছে বারবার।
তবে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই অধিবেশনেই সংসদে বিলটি নতুন করে পাশ হতে চলেছে। তবে এবার রাজ্যসভায় কি হয় সেটাও দেখার। কারণ বিজেপি তথা এনডিএ এখনও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।