For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জরুরী অবস্থা নিয়ে মুখ খুললেন মোদী! 'জনরোষ' নিয়ে উঠে এল কোন বার্তা

'এমন একটা রবিবারের জন্য অপেক্ষা করে বসেছিলাম', এভাবেই এদিন 'মন কী বাত ' অনুষ্ঠান শুরু করেন মোদী। আর দিল্লির তখতে দ্বিতীয়বারের জন্য যোগ দিয়ে তিনি একাধিক বার্তা দেন 'মন কী বাত' অনুষ্ঠানে।

Google Oneindia Bengali News

'এমন একটা রবিবারের জন্য অপেক্ষা করে বসেছিলাম', এভাবেই এদিন 'মন কী বাত ' অনুষ্ঠান শুরু করেন মোদী। আর দিল্লির তখতে দ্বিতীয়বারের জন্য যোগ দিয়ে তিনি একাধিক বার্তা দেন 'মন কী বাত' অনুষ্ঠানে। তিনি এদিন প্রসঙ্গ তোলেন সপ্তদশ লোকসভা নির্বাচন থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর আমলের জরুরী অবস্থা নিয়ে।

'কিছু কেড়ে নেওয়া হচ্ছে'

'মন কী বাত' অনুষ্ঠানে এদিন জরুরী অবস্থা নিয়ে একাধিক বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন সেই সময়ে 'মানুষ বুঝেছিল কিছু একটা কেড়ে নেওয়া হচ্ছে।' এছাড়াও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে,' যখথন জরুরী অবস্থা জারি হয়েছিল, তখন শুধু প্রতিবাদ রাজনৈতিক দিক থেকেই আসেনি, ক্ষোভ সকলের মনস্তত্ত্বে উঠে এসেছিল।'

'অনেকেই আমায় ওভারকনফিডেন্ট ভেবেছিলেন'

'অনেকেই আমায় ওভারকনফিডেন্ট ভেবেছিলেন'

এদিনের অনুষ্ঠানে মোদী বলেন, বহুবার ভোটের আগে তিনি দাবি করেছিলেন ফের দ্বিতীবারের জন্য মসনদে তিনিই আসবেন। আর সেটাকেই অনেকে 'ওভারকন্ফিডেন্স ' ভেবেছিলেন। তিনি বলেন, 'ফেব্রুয়ারিতেই বলেছিলাম আবার কয়েকমাস পরে কথা হবে.. অনেকে বলেছিলেন আম অতি আত্মবিশ্বাসী। কিন্তু আমার হরসা চিল মানুষের ওপর। '

গণতন্ত্রকে কুর্ণিশ!

সপ্তদশ লোকসভা ভোটে যেভাবে মানুষ ভোট দিয়েছেন তাকে কুর্ণিশ জানান দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। 'ভোটরদের ধন্যবাদ' বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, যেভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তাতে ভোট দাতা ও নির্বাচন কমিশনের প্রশংসা প্রাপ্য। আর সেই মর্মেই তিনি দুই পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

English summary
PM Modi brings up Emergency issue in Mann ki Baat program
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X