For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম তথা শেষ সাংবাদিক সম্মেলনে মোদী বললেন, ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরছি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন ফের একবার তাঁর সরকার দিল্লির মসনদে ক্ষমতায় ফিরতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লোকসভার ভোটের প্রচার শেষ হওয়ার পর করা সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন ফের একবার এনডিএ সরকার দিল্লির মসনদে ক্ষমতায় ফিরতে চলেছে। এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের সামনে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এদিন সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বে শাহ অংশ নিলেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোনও প্রশ্নের উত্তর দেননি। শুধুমাত্র নিজের বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি বলেছেন আমি আশাবাদী যে বিজেপি ফের একবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরতে চলেছে।

মোদীর কথায়, দীর্ঘদিন পর একটি সরকার ফের একবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরবে। গত পাঁচ বছরে তাঁর সরকারের প্রাপ্তি নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এবং বিজেপির নেতৃত্বে সরকার চালানো এনডিএকে বাহবা দিয়েছেন। লোকসভার প্রচার সময়সীমা শেষ হওয়ার অব্যবহিত পরে সাংবাদিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। লোকসভার প্রচারকে সন্তোষজনক আখ্যা দেন দুজনে।

মোদী বলেন, আসলে আমি প্রচারে নয় দেশের যে জায়গায় যেভাবে সুযোগ পেয়েছি সেখানে পৌঁছে মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। মানুষ আমাকে পাঁচ বছরের জন্য কাজ করার সুযোগ দিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে কোন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ না করার পিছনে কারণ হিসেবে মোদী জানান, এই সাংবাদিক বৈঠক আহ্বান করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবং বিজেপির দলের নিয়ম অনুযায়ী সেই বৈঠকে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন না। এই বলেই তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়িয়ে যান। তবে বিজেপি তথা এনডিএ যে ৩০০টির বেশি আসন নিয়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতায় আসবে, তা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী।

English summary
PM Modi attended press conference without taking questions, says BJP will get 2nd term
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X