For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিশ্ব যখন করোনার সঙ্গে লড়ছে তখন কেউ কেউ অন্য ভাইরাস ছড়াচ্ছে', পাকিস্তানকে শক্তিশেল মোদীর

  • |
Google Oneindia Bengali News

এদিন ন্যাম দেশভূক্ত গোষ্ঠীর সঙ্গে করোনার আবহে বৈঠকে বসেন মোদী। আর সেখানে ১২০ টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি একাধিক আলোচনা করেন। করোনার আবহে এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ। সেখানে পাকিস্তানকে বিঁধতে ছাড়েননি মোদী।

 মোদীর বার্তা

মোদীর বার্তা

প্রধানমন্ত্রী যখন এদিন ন্যাম ভূক্ত দেশগুলির বৈঠকে, তখন কাশ্মীরের বুধগাম ও হান্ডওয়ারায় জোড়া হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেনার ওপল সেই হামলায় ৩ জওয়ান শহিদ হয়েছেন। আর ততক্ষণে দিল্লি থেকে ভিডিও কন্ফারেন্সিং এ তখন মোদী ছিলেন বৈঠকে। আর সেই বৈঠকে ফের একবার পাকিস্তানকে একহাত নিতে ছাড়লেন না মোদী।

মোদীর তোপ

মোদীর তোপ

'যখন গোটা বিশ্ব কোভিড ১৯এর মোকাবিলায় তখন কিছু লোক অন্য বিষাক্ত ভাইরাস ছড়িয়ে দিতে ব্যাস্ত,.. যেমন সন্ত্রাস, ফেক নিউজ, কাটাছেঁড়া করা ভিডিও । যাতে দেশ আর সম্প্রদায়ের মধ্যে বিভেদ হয়। ' এই বার্তাই এদিন বিশ্বমঞ্চে দেন মোদী।

 থ্রি ডি ও মোদী!

থ্রি ডি ও মোদী!

এদিন মোদী বলেন করোন মোকাবিলায় 'ডেমোক্রেসি, ডিসিপ্লিন, ডিসিসিভনেস' নিয়েই একমাত্র লড়াই সম্ভব। তিনি বলেন, ভারতীয়রা গোটা বিশ্বকে পরিবার হিসাবে দেখেন। তিনি বলেন, 'আমরা আমাদের নাগরিকদের কথা ভাবি , আর সাহায্যের হাত বাড়িয়ে দিই অন্য দেশের জন্যও'।

পাকিস্তানকে খোঁচা

পাকিস্তানকে খোঁচা

এদিন মোদী পাকিস্তানের নাম না করে ফের একবার খোঁচা দিয়ে বলেন,' কোভিড ১৯ মোকাবিলায় আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত।.. আমেদের নিজেদের প্রয়োজনীয়তা সত্ত্বেও বিশ্বের ১২৩ টি দেশে আমরা চিকিৎসক পাঠাচ্ছি।' এভাবেই পাকিস্তানকে চিকিৎসক সংকটের খোঁচা দিতেও ছাড়েননি মোদী।

English summary
PM Modi attacks Pakistan at NAM,says As world fights Covid-19, some spreading other viruses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X