For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৌকিদারকে আঘাতের সঙ্গে দেশেরও বিরোধিতা! ২৬/১১-র মুম্বই হামলা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

বালাকোট নিয়ে তোলা প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দিলেন মুম্বই হামলা অর্থাৎ ২৬/১১ দিয়ে। কংগ্রেসের তরফ থেকে বালাকোটে বিমান বাহিবীর হামলারপ্রমাণ চাও হচ্ছিল।

  • |
Google Oneindia Bengali News

বালাকোট নিয়ে তোলা প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দিলেন মুম্বই হামলা অর্থাৎ ২৬/১১ দিয়ে। কংগ্রেসের তরফ থেকে বালাকোটে বিমান বাহিনীর হামলার প্রমাণ চাও হচ্ছিল। এসম্পর্কে পূর্বতন কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন তিনি। যেভাবে মুম্বই হামলা কিংবা তার পরবর্তী সময়ে মোকাবিলা করা হয়েছে তারই সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী।

চৌকিদারকে আঘাতের সঙ্গে দেশেরও বিরোধিতা! ২৬/১১-র মুম্বই হামলা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

গ্রেটার নয়ডার সভায় দুর্নীতিগ্রস্তরা ভোট পেতে তাঁর বিরোধিতা শুরু করেছেন বলেও কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী।

নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৪-তে। তিনি এদিন বলেন, দেশ এখন নতুন রীতি এবং নতুন নীতি নিয়ে চলছে। ২০১৬-য় উড়ি হামলার পর প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের শিক্ষা দেওয়া হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। যা আগে কখনই হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। ভারতের সৈন্যরা জঙ্গিদের ঘরে গিয়ে আঘাত করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জঙ্গি এবং আশ্রয়দাতারা এই হামলা নিয়ে তৈরি ছিল না। মোদী বলেন, বালাকোটে ভোরের আগে বিমান হানা হয়েছিল। ভারত পুরোটাই পর্যবেক্ষণে রেখেছিল। পাকিস্তান ভোর ৫ টা নাগাদ বলতে শুরু করে মোদী আঘাত করেছে।

জঙ্গিরা ধরেই নিয়েছিল তারা ভারতের ওপর হামলা চালাবে, প্রক্সি যুদ্ধ করবে, কিন্তু ভারতে তার কোনও জবাব দেবে না। কেননা শত্রুদের ধারণা হয়ে গিয়েছিল, ভারতের বর্তমান সরকার ২০১৪-র আগের রিমোট কন্ট্রোলড সরকারের মতোই। সেইজন্যই শত্রুদের এমন আচরণ, বলেছেন মোদী।

এদিন মোদী বলেছেন, কিছু রাজনীতিক বিতর্কিত মন্তব্য করছেন, যা পাকিস্তানকে উৎসাহিত করছে। বর্তমানে প্রত্যেক দুর্নীতিগ্রস্তেরই মোদীকে নিয়ে সমস্যা রয়েছে। তাদের মধ্যে চৌকিদারকে আঘাত করতেও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এরা দেশেরও বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন মোদী।

English summary
PM Modi attacks Congress for handling of terror incidents under UPA regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X