For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে জবাবি ভাষণে বিরোধীদের টিউবলাইট বলে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বক্তব্যের প্রথম থেকেই কংগ্রেসকে বিভিন্ন বিষয়ে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে এদিন কংগ্রেসকে রীতিমতো ছিন্ন ভিন্ন করে দেন প্রধানমন্ত্রী। পাশপাশি নাম না করে কংগ্রেস নেতাদের টিউবলাইট বলে কটাক্ষও করেন প্রধানমন্ত্রী।

অধীরের উদ্দেশ্যে মোদীর পরামর্শ

অধীরের উদ্দেশ্যে মোদীর পরামর্শ

বস্তুত প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন তাঁর বিরোধিতা করতে ওঠেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা মুর্শিদাবাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তখন প্রধানমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে বলেন, 'অধীরবাবু বসে পড়ুন। পিছনের সাংসদরা হাসছেন। আপনার মতো বরিষ্ঠ রাজনৈতিকের জন্যে এটা অপমানজনক। এটা আপনাকে শোভা দেয় না।'

এরপরই নাম না করে কংগ্রেস ও রাহুলকে টিউবলাইট বলেন মোদী

এরপরই নাম না করে কংগ্রেস ও রাহুলকে টিউবলাইট বলেন মোদী

এই কথা বলে অধীর চৌধুরীকে বসে যেতে বলে প্রধানমন্ত্রী যখন আবার নিজের ভাষণ শুরু করতে যান তখন রাহুল গান্ধী অধীর চৌধুরীর সমর্থনে বলতে ওঠেন। তখন প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, 'আমি ২০-৪০ মিনিট ধরে বলছি। কিন্তু কারেন্ট পৌঁছাতে এতক্ষণ লাগল। অনেক সময় টিউব লাইট এরকম হয়ে থাকে।'

রাহুল গান্ধীর 'ডান্ডা পেটা' মন্তব্যের জবাব

রাহুল গান্ধীর 'ডান্ডা পেটা' মন্তব্যের জবাব

রাহুলকে টিউবলাইট বলে কটাক্ষের পরে রাহুল গান্ধীর 'ডান্ডা পেটা' মন্তব্য নিয়েও জবাব দেন প্রধানমন্ত্রী। এদিন বলেন, 'আমি শুনলাম যে এক কংগ্রেস নেতা (রাহুল গান্ধী) গতকাল বলেন যে মোদীকে ৬ মাসের মধ্যে দেশের যুব সমাজ ডান্ডা পেটা করবে। আমি এই মন্তব্য শোনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমার সূর্য নমস্কারের সময় বাড়িয়ে দেব। এতে আমার পিঠ আরও মজবুত হবে।'

'নতুন ভারত' গড়ার বার্তা

'নতুন ভারত' গড়ার বার্তা

এদিন জবাবি ভাষণের শুরুতেই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মোদী। এদিন রাষ্ট্রপতির বক্তব্যের সূত্র ধরেই তিনি 'নতুন ভারত' গড়ার বার্তা দেন। শতাব্দীর তৃতীয় দশকে ভারতের উন্নয়নের বার্তার রেশ ধরেই তিনি শুরু করেন বিরোধীদের কটাক্ষ। আর তার পর থেকে দেশে ৩৭০ থেকে শুরু করে রাহুল গান্ধীর 'ডান্ডা পেটা' কটাক্ষ ঘিরে একের পর এক বিতর্কের জবাব নাগাড়ে দিতে থাকেন ৬৯ বছর বয়সী প্রধানমন্ত্রী।

English summary
pm modi attacks congress by implicating them as tubelight in lok sabha budget session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X