For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাতে হাত ধরে এবারে আর ফ্যামিলি ফটো তোলা হল না', বলে শুরু করে আসিয়ানে মোদী দিলেন কোন বার্তা

'হাতে হাত ধরে এবারে আর ফ্যামিলি ফটো তোলা হল না', বলে শুরু করে আসিয়ানে মোদী দিলেন কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনার মহাংসকট, অন্যদিকে লাদাখ সীমান্তে সবে সংঘাতের পারদ নামতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে কূটনৈতিক জল্পনা চড়ছিল আসিয়ান সামিটে মোদীর বক্তব্য নিয়ে। কিন্তু ফের চেনা মেজাজে যাবতীয় জল্পনা একদিকে রেখে মোদী স্বভাবসিদ্ধ মেজাজে ফের তাক লাগালেন ১৭ তম আসিয়ান সামিটে!

বক্তব্যের শুরুতেই মোদীর চেনা মেজাজ

বক্তব্যের শুরুতেই মোদীর চেনা মেজাজ

'আদের মতো এবারে আর হাতে হাত ধরে ফ্যামিলি ফটো নেওয়া গেল না ', করোনাকালে এমন বক্তব্য দিয়েই আসিয়ানে ভাষণ শুরু করেন মোদী। এরপর ইন্দো পেসিফিক থেকে একাধিক ইস্যু নিয়ে ছোট বক্তব্য রেখে মোদী নিজের ভাষণের রেশ রেখে যান সভায়।

 সংযোগ বাড়ানোর ওপর নজর

সংযোগ বাড়ানোর ওপর নজর

মোদী বলেন, আসিয়ানভূক্ত দেশগুলির মধ্যে একজোট হয়ে সংযোগ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত। প্রতিটি সেক্টরে আসিয়ান ভূক্ত দেশগুলির মধ্যে সংঘবদ্ধতা দৃঢ় করার বিষয়ে বার্তা দিয়েছেন মোদী।

সংযোগ জোরালো করার বার্তা

সংযোগ জোরালো করার বার্তা

মোদী এদিন বলেন, ভৌগলিক,সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, দিকগুলি নিয়ে আসিয়ানের দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক গাঢ় হয়েছে। আসিয়ান দেশগুলি ভারতের 'অ্যাক্ট ইস্ট' এর অবিচ্ছেদ্য অংশ। আসিয়ানের ইন্দোপেসিফিক নীতি ও ভারতের ইন্দোপেসিফিক নীতির মধ্যে যথেষ্ট মিল রয়েছে বলে জানান মোদী।

 কোন কোন দেশ রয়েছে আসিয়ানে

কোন কোন দেশ রয়েছে আসিয়ানে

দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ রয়েছে আসিয়ানের আওতায়। রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, লাওস, মায়ানমার, কম্বোডিয়া। তবে ভারত, চিন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এর 'ডায়ালগ পার্টনার'।

কাটছে মন্দার মেঘ, চলতি অর্থবর্ষেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আশার কথা শোনাল মুডিজ কাটছে মন্দার মেঘ, চলতি অর্থবর্ষেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আশার কথা শোনাল মুডিজ

English summary
PM Modi at ASEAN summit , says ASEAN has always been the core of our Act East Policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X