For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থানীয় লকডাউন কার্যকরী কিনা মূল্যায়ন দরকার! রাজ্যগুলিকে বললেন মোদী

করোনার মোকাবিলায় স্থানীয় লকডাউন কার্যকরী কিনা তার মূল্যায়ন দরকার। এদিন রাজ্যগুলির সঙ্গে বৈঠকে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অর্থনীতির

  • |
Google Oneindia Bengali News

করোনার মোকাবিলায় স্থানীয় লকডাউন কার্যকরী কিনা তার মূল্যায়ন দরকার। এদিন রাজ্যগুলির সঙ্গে বৈঠকে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অর্থনীতির পুনরুদ্ধারে এগিয়ে যেতে বলেছেন।

মুখ্যমন্ত্রীর অবস্থানে আশ্চর্য! দিলীপ ঘোষ স্মরণ করালেন ইউপিএ সরকারে মমতার অবস্থানের কথামুখ্যমন্ত্রীর অবস্থানে আশ্চর্য! দিলীপ ঘোষ স্মরণ করালেন ইউপিএ সরকারে মমতার অবস্থানের কথা

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী এদিন সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। যেখানে আক্রান্তের সংখ্যা অন্য রাজ্যগুলির তুলনায় বেশি। যদি মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ আটকানো যায়, তাহলে তা ভেবে দেখতে বলেছেন তিনি। পাশাপাশি অন্য কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

লকডাউন পর্যালোচনার পরামর্শ

লকডাউন পর্যালোচনার পরামর্শ

অনেক রাজ্যেই এক থেকে দুদিনের লকডাউন করা হচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে লকডাউন পর্যালোচনার পরামর্শ দিয়েছেন, কতটা তা কার্যকরী হচ্ছে, তাও দেখতে বলেছেন। কেননা এই লকডাউন অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা তৈরি করছে।
তবে প্রধানমন্ত্রী বলেন, প্রথমের দিকে দেশব্যাপী লকডাউন খুবই কার্যকরী হয়েছে। তবে এখন মাইক্রো কনন্টেইমেন্ট জোনে জোর দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যগুলির মধ্যে ভাল যোগাযোগের আহ্বান

রাজ্যগুলির মধ্যে ভাল যোগাযোগের আহ্বান

বর্তমান পরিস্থিতিতে রাজ্যগুলির মধ্যে আরও ভাল যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি। কেননা ওষুধ এক রাজ্য থেকে অপর রাজ্যে যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষও যাতে অসুবিধায় না পড়েন, সেদিকেও নজর রাখার কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন বলেন, সংকটের সময় বিশ্বের পাশে দাঁড়িয়েছে ভারত। জীবনদায়ী ওষুধ দিয়ে সাহায্য করেছে।

টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্টে জোর

টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্টে জোর

প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে উপদেশ দিয়ে বলেছেন, তারা যেন টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট এবং নজরদারিতে জোর দেয়। কারণ এইগুলিই অতিমারী করোনাকে রুখতে পারে।

English summary
PM Modi asks states to gauge if local lockdowns are effective in containing Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X