For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য নয়! মন্ত্রিসভার সতীর্থদের সতর্ক করলেন মোদী

অযোধ্যা নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য না করতে নিজের মন্ত্রিসভার সদস্যদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি এব্যাপারে মন্ত্রিসভার সদস্যদের অনুরোধ করেন।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য না করতে নিজের মন্ত্রিসভার সদস্যদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী, বুধবার তিনি এব্যাপারে মন্ত্রিসভার সদস্যদের অনুরোধ করেন। অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের আগে প্রধানমন্ত্রীর এই অনুরোধ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

অযোধ্যা নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য নয়! মন্ত্রিসভার সতীর্থদের সতর্ক করলেন মোদী

বুধবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রত্যেকেরই দায়িত্ব আছে বিষয়টি নিয়ে শান্তি বজায় রাখার। এব্যাপারে অযাচিত মন্তব্য থেকে দূরে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

নভেম্বরের ১৭ তারিখের আগেই অযোধ্যা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। কেননা ওইদিন অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

২৭ অক্টোবর, এখনও পর্যন্ত মোদীর শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী ২০১০-এর এলাহবাদ হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করেছিলেন।

এর আগে শাসক বিজেপির তরফ থেকে তাদের কর্মীদের এক মুখপত্রদের কাছে অনুরোধ করা হয়েছিল, যাতে তাঁরা রামমন্দির নিয়ে সংবেদনশীল এবং উস্কানিমূলক বক্তব্য না রাখেন। পাশাপাশি দলের সাংসদদের বলা হয়েছিল, তাঁরা যেন নিজের নিজের সংসদীয় এলাকায় থেকে শান্তি বজায় রাখার আবেদন করেন।

আরএসএস-এর পক্ষ থেকেও এইধরনের সতর্কতামূলক অনুরোধ করা হয়েছিল দিন কয়েক আগে। রায় যদি তাদের পক্ষেও যায়, তাহলেও, যেন কোনও মিছিল বের করা না হয়, কর্মীদের বলা হয়েছিল আরএসএস-এর তরফ থেকে।

English summary
PM Modi asks his ministers to refrain from making unnecessary comments on Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X