For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন : ফের কেন রবিবার দেশবাসীর কাছে সময় চাইলেন প্রধানমন্ত্রী মোদী?

Google Oneindia Bengali News

বৃহস্পতিবারই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে করোনা মোকাবিলায় দেশের জনগণের এই লড়াইয়ের বিষয়ে তিনি কিছু বলতে চান। তাই শুক্রবার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লাইভ থাকবেন। আর সেই লাইভেই আজ দেশের জনগণের কাছে ৫ এপ্রিল রাত ৯টার সময় ৯ মিনিট তাইলেন প্রধানমন্ত্রী মোদী।

জনগণ অনুশাসন ও সেবার অভূতপূর্ব পরিচয় দিয়েছে

জনগণ অনুশাসন ও সেবার অভূতপূর্ব পরিচয় দিয়েছে

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'লকডাউন চলাকালীন দেশের সমস্ত জনগণ অনুশাসন ও সেবার অভূতপূর্ব পরিচয় দিয়েছে। এই করোনা মোকাবিলায় এক হয়েছে শাসন, প্রশাসন ও জনতা। এরা সকলে মিলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২২ মার্চ আপনারা যারা করোনার বিরুদ্ধে লড়াই করা মানুষদের জন্য থালা বাজিয়েছিলেন তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। দেশ তখনই বুঝিয়ে দিয়েছিল যে দেশ এখ হয়ে লড়তে পারে।'

জনতা ঈশ্বরের রূপ হয়

জনতা ঈশ্বরের রূপ হয়

এরপর প্রধানমন্ত্রী বলেন, 'লকডাউন চলছে বলে আমরা কেউ একা নেই। জনতা জনার্দন ঈশ্বরের রূপ হয়। এত বড় লড়াইতে লড়তে আমাদের একজোট হতে হবে। করোনার সঙ্গে লড়াইয়ের অন্ধকার থেকে আলোর দিকে যেতে হবে। অনিশ্চয়তা কাটাতে হবে।'

রবিবার রাত ৯ টায় সকলের ৯ মিনিট চাইলেন প্রধানমন্ত্রী

রবিবার রাত ৯ টায় সকলের ৯ মিনিট চাইলেন প্রধানমন্ত্রী

এরপর প্রধানমন্ত্রী বলেন, '৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় সকলের ৯ মিনিট চাইছি। ৫ এপ্রিল রাত ৯টায় ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে ঘরের বাইরে , বারান্দায় দাঁড়িয়ে ঘরের লাইট বন্ধ রাখুন। মোমবাতি, বা মোবাইলের লাইট জ্বালান। এই আলোর উজ্জ্বলতায় করোনার অন্ধকার দূর হবে। এই আলোর আয়োজনের সময় , রাস্তায় বা পাড়ায় যেন কেউ না বের হন। নিজের ঘরের ব্যালকনি থেকেই এই আলো জ্বালানোর উদ্যোগ নিতে হবে।'

করোনাকে হারিয়ে ভারতকে বিজয়ী বানানোর বার্তা

করোনাকে হারিয়ে ভারতকে বিজয়ী বানানোর বার্তা

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'করোনা তাড়াতে আলো জ্বালানোই রামবাণ হবে। এই লকডাউনের মধ্যেই মা ভারতীর সাধনা করুন। আসুন, সকলে মিলে করোনাকে হারিয়ে ভারতকে বিজয়ী বানাই।'

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

ইতিমধ্যেই, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তারমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসের কবলে ২৩৫ জন। সরকারি ভাবে মৃতের সংখ্যা ৫৩। তারমধ্যে বেশীরভাগ হয়েছে গতমাসে দিল্লিতে জমায়েতে অংশগ্রহণকারীদের থেকে। এই পরিস্থিতিতে দেশে করোনা মোকাবিলায় সব রকম সাহায্য পেতে মরিয়া মোদী প্রশাসন। আর সেই সুরই অনেকটা ভেসে ওঠে প্রধানমন্ত্রীর ভাষণে।

English summary
pm modi asked for 9 minutes of soliadrity against coronavirus on 5th april
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X