For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্বিগ্ন মোদী! বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে (National Executive Committee meeting) উঠে এল পশ্চিমবাংলার (west bengal) প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) বললেন, বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।

Google Oneindia Bengali News

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে (National Executive Committee meeting) উঠে এল পশ্চিমবাংলার (west bengal) প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) বললেন, বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তবে শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় নেতা-কর্মীদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

বাংলাকে নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

বাংলাকে নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিভিন্ন রাজ্যের সঙ্গে উঠে এল বাংলার নাম। বাংলায় সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বাংলায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। সেখানে খুন করা হচ্ছে দলেরকর্মীদের। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তুলেছেন কেরল ও তেলেঙ্গানার নামও

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মোদী জাতীয় কর্মসমিতির বৈঠকে বলেছেন, গত কয়েকবছর ধরে সারা দেশে বিজেপির দ্রুত সম্প্রসারণ লক্ষ্য করেছেন তিনি। পাশাপাশি তিনি গর্বের সঙ্গে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরলের
মতো রাজ্যে দলের কর্মীদের সাহসের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।

প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যগুলিতে দলের কর্মীরা প্রচুর কষ্ট করছেন। তবুও তাঁরা আদর্শের প্রতি অটল রয়েছেন। সেই আদর্শের প্রতি লক্ষ্য রেখেই তাঁদের এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন দলের থেকে শিক্ষা নিতে হবে

প্রধানমন্ত্রী মোদী দেশের বিভিন্ন দল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, তারা অস্তিত্বের সঙ্গে লড়াই করছে। তবে সেইসব দলগুলিকে নিয়ে বিজেপির উপহাস করা উচিত নয়। পরিবর্তে সেইসব দলের অবস্থা থেকে শিক্ষানিতে হবে। তারা যেসব কাজ করেছে, তা থেকে বিরত থাকতে হবে বলেও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

এদিন হায়দরাবাদ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভার প্রেক্ষিতে প্যারাডাইস, প্যারেড গ্রাউন্ডস, জেবিএস মেট্রো স্টেশন এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এই সময় ট্রেনগুলি এইসব স্টেশনে থামবে না।

দেশকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে হবে

প্রধানমন্ত্রী মোদী এদিন বিজেপি নেতাদের ভারতকে তুষ্টি থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে বলেছেন। এব্যাপারে দলের নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটাই আদর্শ রয়েছে, নেশন ফার্স্ট। আমাদের একটাই কর্মসূচি রয়েছে
নেশন ফার্স্ট। আমরা তুষ্টির আবসান ঘটিয়ে পরিপূর্ণতার পথ অবলম্বন করছি, বলেছেন প্রধানমন্ত্রী।
বৈচিত্রের ওপরে জোর দিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বিজেপি সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। তিনি বলেছেন দৃষ্টিভঙ্গি জনগণের পক্ষে শাসনের পক্ষে হওয়া উচিত।
প্রসঙ্গত শনিবার শুরু হওয়া বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকটি হয়েছে নবীকে নিয়ে বিজেপি সাসপেন্ডের নেত্রী নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের করা মন্তব্যের পরের দিনই। যা নিয়ে রাজস্থানের উদয়পুর-সহ বেশ কয়েকটি
জায়গায় হিংসার ঘটনা ঘটে।

ওয়াক-ইন ইন্টারভিউ-এ কাত! দেশ জুড়ে ইন্ডিগোর ফ্লাইটে বিলম্বে ব্যাখ্যা চাইল ডিজিসিএওয়াক-ইন ইন্টারভিউ-এ কাত! দেশ জুড়ে ইন্ডিগোর ফ্লাইটে বিলম্বে ব্যাখ্যা চাইল ডিজিসিএ

English summary
PM Modi appreciated courage of Party workers of West Bengal, Kerala, Telangana from BJP's NEC meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X