For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে মোদী, ভাগবত বৈঠক! জানা গেল সংঘের পছন্দের সন্ন্যাসীর প্রতিক্রিয়া

বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে মোদী, ভাগবতের বৈঠক! জানা গেল সংঘের পছন্দের সন্ন্যাসীর প্রাথমিক প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বিজেপির ভিতর থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ তুলে আনার পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে প্রধানমন্ত্রী মোদী ও সংঘ প্রধান মোহন ভাগবতের আলোচনা হয়। সেখানে রয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে।

 মোদী, ভাগবতের বৈঠক

মোদী, ভাগবতের বৈঠক

সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে ৫ অগাস্ট অযোধ্যায় মোদী ও ভাগবতের বৈঠক হয়েছে। অযোধ্যার ভূমি পুজো হয়ে যাওয়ার পর প্রায় ৩০ মিনিট ধরে এই বৈঠক হয়।

ভূমিপুত্রকে চান প্রধানমন্ত্রী

ভূমিপুত্রকে চান প্রধানমন্ত্রী

জানা গিয়েছে প্রধানমন্ত্রী চান, মাটির সঙ্গেব সংযোগ থাকা কোনও ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রচারে তুলে ধরুক বিজেপি। তবে এই মুহুর্তে কোনও সন্যাসীর নাম নিয়ে তিনি আগ্রহী নন। কেননা তা করলে, ভোটে ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।

ভূমিপুত্রকে চেয়েছেন অমিত শাহও

ভূমিপুত্রকে চেয়েছেন অমিত শাহও

এর আগে কলকাতায় করা সভায় অমিত শাহ বলেছিলেন, বাংলার দায়িত্ব ছাড়া হবে বাংলার ভূমিপুত্রকে। তারপর থেকেই বিজেপির কাকে মুখ্যমন্ত্রী হিসেব তুলে ধরা হবে, তা নিয়ে যথেষ্টই জল্পনা তৈরি হয়।

সন্ন্যাসীর প্রাথমিক প্রতিক্রিয়া

সন্ন্যাসীর প্রাথমিক প্রতিক্রিয়া

জানা গিয়েছে আরএসএস-এর সদর দফতর বেলুড় মঠের সন্ন্যাসীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসাতে চাইলেও যাঁকে নিয়ে এত আলোচনা সেই সন্ন্যাসী প্রাথমিকভাবে জানিয়েছেন, তিনি সেবা নিয়েই থাকতে চান। রাজনীতিতে নামতে চান না।

২০২১-এর লক্ষ্যে মমতার বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা, জোর জল্পনা২০২১-এর লক্ষ্যে মমতার বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা, জোর জল্পনা

English summary
PM Modi and RSS Chief Mohan Bhagwat meets over CM face of BJP for 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X