For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে মৃত কর্নেল, মেজর-সহ ৫! শোকবার্তা মোদী, রাজনাথের

জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে মৃত কর্নেল, মেজর-সহ ৫! শোকবার্তা মোদী,

Google Oneindia Bengali News

আটঘন্টা গুলি যুদ্ধ কুপওয়ারার হান্দওয়াড়া। এই গুলি যুদ্ধে এক কর্নেল, এক মেজর, দুই সেনা জওয়ান এবং এক পুলিশ সাব ইনস্পেক্টরের মৃত্যু হয়েছে। অন্যদিকে এক লস্কর কমান্ডারেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার জেরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

হান্দওয়াড়ায় গুলি যুদ্ধ

হান্দওয়াড়ায় গুলি যুদ্ধ

এদিনের সংঘর্ষে মারা গিয়েছেন ২১ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা। বহু কাউন্টার টেররিজম অপারেশন সফলভাবে পরিচালনা করেছেন তিনি। কিন্তু এদিন তাঁর আর ফেরা হল না। এছাড়াও মৃত্যু হয়েছে লমেজর অনিল সুদের। মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ান নায়েক রাজেশ ও ন্যান্স নায়েক দীনেশের। ভারতী সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে যুগ্ম আপেরশন চালানো হয়েছিল। প্রথম সফলভাবে এলাকায় ঢুকতে সফল হলেও, একটা সময়ে প্রবল গুলির মধ্যে পড়ে যান এই পাঁচজন। বেশ কয়েকজন বাসিন্দাকে পণবন্দি করেছিল জঙ্গিরা। এরপর এলাকা ঘিরে ফেলে ঘরে ঘরে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

অবদান মনে রাখবে দেশ, বললেন প্রধানমন্ত্রী

অবদান মনে রাখবে দেশ, বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মৃত সেনা অফিসার ও জওয়ানদের প্রতি শোকজ্ঞাপন করেছন। তিনি বলেছেন, এঁদের অবদান ব্যর্থ হবে না। নিজেরা মৃত্যুবরণ করে দেশকে রক্ষা করেছেন তাঁরা। পরিবার ও বন্ধুদের প্রতি শোকবার্তা দিয়েছেন মোদী।

ঘটনা বেদনাদায়ক, বললেন রাজনাথ

ঘটনা বেদনাদায়ক, বললেন রাজনাথ

জঙ্গিদমনে ৫ সেনা আধিকারিক ও জওয়ানের মৃত্যুর ঘটনাকে বেদনাদায়ক বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাহসের সঙ্গে তাঁরা লড়াই করেছেন। তাঁদের অবদান ব্যর্থ হবে না। বলেছেন রাজনাথ।

English summary
PM Modi and rajnath Singh's tribute to personnel killed in Hanwara encounter. Colonel, Major among 5 killed in encounter in J&K's Handwara.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X