For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম জেঠমালানির প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক মহলের

বিশিষ্ট আইনজীবী রামজেঠমালানির প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, 'সংসদ এবং আইন ব্যবস্থায় অপরিসীম অবদান রয়েছে তাঁর।

Google Oneindia Bengali News

বিশিষ্ট আইনজীবী রামজেঠমালানির প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, 'সংসদ এবং আইন ব্যবস্থায় অপরিসীম অবদান রয়েছে তাঁর। অত্যন্ত নির্ভিক আইনজীবী ছিলেন জেঠমালানি। কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারত না। তাঁর প্রয়াণে দেশ একজন বিশিষ্ট আইনজীবীকে হারাল। জরুরি অবস্থার সময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছিলেন তিনি। তাঁর মতো একজন বিশিষ্ট আইনজীবী সাহচর্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন। এই কামনাই করি।'

রাম জেঠমালানির প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক মহলের

রবিবার সকালে নিজের বাসভবনেই মারা যান বিশিষ্ট এই আইনজীবী। কয়েকদিন আগেই নিজের অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেসময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন দীপক মিশ্র। বার কাউন্সিলের আয়োজিত অনুষ্ঠানে নিজের সাত দশকের কর্মজীবনের ইতি ঘোষণা করেন তিনি। বিজেপির টিকিটে পর পর দুবার রাজ্য সভার সাংসদ পদেও ছিলেন তিনি।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলেছেন এরকম একজন প্রবীণ এবং দক্ষ আইনজীবীর প্রয়াণ সত্যিই দুঃখের। দেশের আইন সংস্কারের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও শোক প্রকাশ করে বলেছেন, পরম বন্ধু ছিলেন তিনি। এই চলে যাওয়া মেনে নিতে কষ্ট হবে।

শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও। নির্ভিক এবং দুঁদে আইনজীবী ছিলেন রামজেঠমালানি। যুক্তি দিয়ে কথা বলতে ভালবাসতেন। কোনওভাবেই অন্যায়ের সঙ্গে আপোস মেনে নিতে পারেননি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাঁর মতো দক্ষ আইনজীবীর প্রয়াণে একটা বড় শূন্যস্থানে পরিণত হল। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

English summary
PM Modi and political leaders are condoled Ram jethmalani death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X