For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালি উপলক্ষে অযোধ্যায় রামলালার কাছে প্রার্থনা! শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী

দীপাবলির আগের দিন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি রামলালা দর্শনের পাশাপাশি ভগবান রামচন্দ্রের প্রতীকী রাজ্যাভিষেক সম্পন্ন করেন। তিনি বলেন আজাদি কা অমৃত মহাৎসবের সঙ্গে গ্র্যান্ড দিওয়ালি উদযাপন করা হচ্ছ

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির আগের দিন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি রামলালা দর্শনের পাশাপাশি ভগবান রামচন্দ্রের প্রতীকী রাজ্যাভিষেক সম্পন্ন করেন। তিনি বলেন আজাদি কা অমৃত মহাৎসবের সঙ্গে গ্র্যান্ড দিওয়ালি উদযাপন করা হচ্ছে। তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান।

অযোধ্যায় প্রতীকী রাজ্যাভিষেক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অযোধ্যায় শ্রী রামচন্দ্রের প্রতীকী রাজ্যাভিষেকে অংশ নেন। প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

মোদীর প্রশংসায় যোগী

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অযোধ্যায় দীপোৎসব ছয় বছর পূর্ণ হচ্ছে এবার। ছয় বছর আগে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল। উত্তর প্রদেশের এই উৎসব এখন দেশের উৎসবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন এর সাফল্য নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

 দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা

এরই মধ্যে প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে গ্র্যান্ড দিওয়ালি উদযাপন করা হচ্ছে। তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি। এইসবছর আমরা আজাদিকা অমৃত মহোৎসব উদযাপন করছি।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন

প্রধানমন্ত্রী অযোধ্যা সফরে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন করেন। রামমন্দিরের শিলান্যাসের পরে প্রথমবার তিনি অযোধ্যায় এলেন। তিনি মন্দির নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
প্রসঙ্গত, ২০২০-র ৫ অগাস্ট প্রধানমন্ত্রী মোদী রামমন্দিরের নির্মানের ভূমিপুজোয় অংমশ নিয়েছিলেন।

রামলালার কাছে প্রার্থনা

প্রধানমন্ত্রী মোদী এদিন শ্রীরাম জন্মভূমিতে লর্ড রামলালা বিরাজমানের কাছে প্রার্থনাও করেন। এদিন দুপুরে প্রধানমন্ত্রী অযোধ্যা পৌঁছন। দিল্লি থেকে লখনৌ হয়ে তিনি অযোধ্যায় যান। এরপর তিনি যান রামলালার কাছে প্রার্থনা করতে। সেখানে আরতিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান, রাম জন্মভূমি ট্রাস্টের সদস্যরা। ছিলেন রাম জন্মভূমির প্রধান পুরোগিত সত্যেন্দ্র দাস।

শুভেন্দু অধিকারীর পাশে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের ২ কাউন্সিলর! 'সৌজন্য সাক্ষাৎ' নিয়ে শুরু জল্পনাশুভেন্দু অধিকারীর পাশে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের ২ কাউন্সিলর! 'সৌজন্য সাক্ষাৎ' নিয়ে শুরু জল্পনা

English summary
PM Modi, along with UP CM Adityanath inspects Shree Ram Janmabhoomi Teerth Kshetra site in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X