For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন কি বাত-এ প্যাটেল-ইন্দিরা স্মরণ! আর যা বললেন মোদী

সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণের মধ্য দিয়ে এদিনের 'মন কি বাত' শুরু করেন নরেন্দ্র মোদী। সর্দার প্যাটেলকে ঐক্যের মূর্তি বলেও বর্ণনা করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণের মধ্য দিয়ে এদিনের 'মন কি বাত' শুরু করেন নরেন্দ্র মোদী। সর্দার প্যাটেলকে ঐক্যের মূর্তি বলেও বর্ণনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয়রা শুনের গর্ববোধ করবেন, বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু ভারতেই তৈরি হচ্ছে। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনে 'ঐক্যের জন্য দৌড়'-এ যোগ দিতে সারাধণের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন কি বাত-এ প্যাটেল-ইন্দিরা স্মরণ! আর যা বললেন মোদী

শনিবার পালন করা ইনফ্যান্ট্রি ডে-র কথাও বলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল ভারতীয় সেনাবাহিনীকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদী ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু দিনের কথাও স্মরণ করেন।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান প্যারা গেমস-এর পদক জয়ীদের অভিনন্দন জানিয়েছেন মোদী। প্যারা অ্যাথলিটদের সঙ্গে তাঁর যে কথা হয়েছিল তাও উল্লেখ করেন মোদী। এই প্রতিযোগিতায় এবার ভারত এখনও পর্যন্ত সবথেকে বেশি ৭২ টি পদক জয় করেছে।

আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করতে বিশ্বব্যাপী যে ডাক দেওয়া হয়েছে, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব পড়বে ভারতে। তিনি বলেন, এর সমাধান খুঁজে বের করতে, ভারতকে তার নিজের দিকেই তাকাতে হবে। তার ইতিহাসের দিকে তাকাতে হবে। আদিবাসীরা যে ভগবানের মতো গাছেরও পুজো করেন, সেকথাও উল্লেখ করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ১১ নভেম্বর ভারতের পক্ষে বিশেষ একটি দিন। কেননা ওই দিন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। এবার তার একশো বছর পূর্তি অনুষ্ঠান।

'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিকিমকে অভিনন্দন জানান, কেননা ওই রাজ্য তাদের ১০০% অর্গানিক স্ট্যাটাসের জন্য রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছে।

মোদী 'মন কি বাত' শেষ করেন, শীতের শুরুতে স্বাস্থ্যের দিকে নজর রাখার উপদেশ দিয়ে।

English summary
PM Modi addressed the nation on Sunday in his monthly program "Mann Ki Baat" and touched on several subjects.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X