For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজুড়ে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করবেন ১২৫টির বেশি জনসভা

কোমর বেঁধে আসরে নামছেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন বিজেপির সমস্ত নেতারা।

  • |
Google Oneindia Bengali News

আগের বারে এত প্রত্যাশা ছিল না। সেখান থেকে সারা দেশে কার্যত ঝড় বইয়ে কেন্দ্রে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। হন প্রধানমন্ত্রী। সরকার গঠন করে এনডিএ। শুধু তাই নয়, একক দক্ষতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। এবার লড়াই গদি রক্ষার। ফলে কোমর বেঁধে আসরে নামছেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন বিজেপির সমস্ত নেতারা।

শুরু হচ্ছে জোর প্রচার

শুরু হচ্ছে জোর প্রচার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২৫টি জনসভা সারা দেশ জুড়ে করবেন বলে জানা গিয়েছে। এছাড়া বিজেপি সভাপতি অমিত শাহ ১৫০টি জনসভা করবেন বলেও খবর। মার্চের মাঝামাঝি থেকে প্রচার শুরু করেছেন দুজনেই।

এদিন ফের জনসভা

এদিন ফের জনসভা

রবিবার থেকে বিজয় সঙ্কল্প সভা করে বিজেপি প্রচার শুরু করেছে। ২০০টি জায়গায় একসঙ্গে জনসভা হয়েছে। তবে তাতে অংশ নেননি প্রধানমন্ত্রী মোদী। এদিনও দেশের ২৫০টি জায়গায় বিজেপির জনসভা হবে।

মেরঠ থেকে শুরু

মেরঠ থেকে শুরু

মোদী চূড়ান্ত ভোট প্রচার শুরু করবেন ২৮ মার্চ মেরঠ থেকে। একইদিনে তিনি জম্মুতেও জনসভা করবেন। এরপরের দিন ২৯ মার্চ ও ১ এপ্রিল ওড়িশায় মোদী জনসভা করবেন।

[আরও পড়ুন:রাজধর্ম পালন করছে না! ভোটে লড়াই নিয়ে শরিকি চাপে জেরবার বিজেপি][আরও পড়ুন:রাজধর্ম পালন করছে না! ভোটে লড়াই নিয়ে শরিকি চাপে জেরবার বিজেপি]

আসবেন বাংলাতেও

আসবেন বাংলাতেও

এরপরে অসমে ৩০ মার্চ দুটি ও ৩ এপ্রিল বাংলায় দুটি জনসভা করবেন মোদী। মাঝে ৩১ মার্চ ইটানগরে মোদীর জনসভা রয়েছে। এভাবেই প্রচার এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী। নির্ঘণ্ট ঘোষণার আগে তিনমাসে মোদী ১০০টি জনসভা করেছেন।

[আরও পড়ুন: ২০১৯ নির্বাচনে পুরুলিয়ার রাজনৈতিক মানচিত্রের ছবি একনজরে][আরও পড়ুন: ২০১৯ নির্বাচনে পুরুলিয়ার রাজনৈতিক মানচিত্রের ছবি একনজরে]

English summary
PM Modi to address 125 rallies in BJP election campaign for Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X