For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে মায়ের কাছে প্রধানমন্ত্রী, 'উপহার' পেলেন বন্যাত্রাণে পাঁচ হাজার টাকা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
গান্ধীনগর, ১৭ সেপ্টেম্বর: আপনি যত বড়ই হোন, মায়ের কাছে সেই ছোট্ট খোকাই থাকবেন!

প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন দেশের প্রধানমন্ত্রী। তাতে কী! মায়ের কাছে সেই ছোট্ট খোকাই তো আছেন নরেন্দ্র মোদী। তাই কোনও নিরাপত্তা না নিয়ে, একদম অনাড়ম্বরভাবে এলেন গান্ধীনগরের বাড়িতে। মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন। মাথায় হাত দিয়ে, চুম্বন করে প্রাণভরা আশীর্বাদ করলেন মা।

আরও পড়ুন: জন্মদিনে কখন আসবে ছেলে, ঘরের মিষ্টি দিয়েই আপ্যায়নের প্রস্তুতি

বুধবারই আমেদাবাদে এসে পৌঁছবেন চীনের রাষ্ট্রপতি জি জিনপিং। তাই মঙ্গলবারই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আজ তাঁর জন্মদিন। তাই সকালে আমেদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশে বেরিয়ে পড়েন। সঙ্গে বিরাট কনভয় নেননি। কমলা রঙা কুর্তা, সাদা পায়জামা আর গলায় একটি উত্তরীয়। বাড়ির দরজায় নেমেই হাঁক পেড়ে ডাকেন মাকে। নবতিপর মা বেরিয়ে আসতেই প্রণাম করেন তিনি। মায়ের সঙ্গে একান্তে কাটান ১৫ মিনিট। ছেলের হাতে ঘরে বানানো মিষ্টি তুলে দেন মা। কথাবার্তার পর নরেন্দ্র মোদী ফিরে যান।

শুধু আশীর্বাদ নয়, ছেলেকে নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন বৃদ্ধা। জন্মদিনের জিনিস কেনার জন্য নয়, জম্মু-কাশ্মীরের বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য। নরেন্দ্র মোদী বলেছেন, মায়ের দেওয়া এই টাকা জন্মদিনের সেরা প্রাপ্তি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The Prime Minister seeking the blessings of his Mother. <a href="http://t.co/mB8TQb4OWr">pic.twitter.com/mB8TQb4OWr</a></p>— PMO India (@PMOIndia) <a href="https://twitter.com/PMOIndia/status/512070921063239680">September 17, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। বিজেপি নেতা-মন্ত্রীরাও তাঁকে শুভেচ্ছা জানান। গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল এ দিন একটি ফুলের তোড়া তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ফোন করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদীকে। চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-ও আমেদাবাদে এসে পৌঁছনোর আগেই বেজিংয়ের তরফে শুভেচ্ছাবার্তা আসে প্রধানমন্ত্রীর কাছে।

English summary
PM meets mother on his birthday, gets 5k for JK flood relief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X