For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন সিবিআই প্রধান বেছে নিতে বৈঠক আজ! যেসব নাম উঠে আসছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসছে, সিবিআই প্রধানকে বেছে নিতে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসছে, সিবিআই প্রধানকে বেছে নিতে। একে বর্মাকে সরিয়ে দেওয়ার পর থেকে অন্তবর্তীকালীন প্রধান হিসেবে কাজ চালাচ্ছেন নাগেশ্বর রাও। উচ্চ পর্যায়ের কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধান বাচিরপতি রঞ্জন গগৈ এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে।

নতুন সিবিআই প্রধান বেছে নিতে বৈঠক আজ! যেসব নাম উঠে আসছে

গত বছরের অক্টোবরে তৎকালীন সিবিআই প্রধান একে বর্মা এবং দ্বিতীয় স্থানে থাকা রাকেশ আস্থানাকে সরিয়ে দেওয়ার অন্তবর্তীকালীন প্রধান হিসেবে কাজ চালাচ্ছিলেন এ নাগেশ্বর রাও। মধ্যে আদালতের রায়ে পদে বহাল হল বর্মা। কিন্তু নিয়োগ নিয়ে উচ্চপর্যায়ের কমিটির রায়ে ফের সরিয়ে দেওয়া হয় বর্মাকে।

সূত্রের খবর অনুযায়ী, উচ্চ পর্যায়ের নিয়োগ কমিটির সামনে এদিন থাকতে পারে ২২ জনের নাম। যাঁর মধ্যে রয়েছেন এনআইএ প্রধান ওয়াই সি মোদী, বিএসএফ-এর ডিজি রজনীকান্ত মিশ্র এবং মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএম রিনা মিশ্র।

নতুন সিবিআই প্রধান নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত নেওয়ার আগেই বদলি করা হয়েছে ২০ অফিসারকে। সিবিআই-এর অন্তবর্তী প্রধান এম নাগেশ্বর রাও এই বদলির আদেশ দেন। বদলি হওয়া অফিসারদের তালিকায় ছিলেন, নীরম মোদী এবং মেহুল চোকসহির মামলার দায়িত্বে থাকা অফিসার এসকে নায়ারও।

English summary
PM-led panel to meet on Thursday to decide on a new CBI director
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X