For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর কাছে সম্মানিত বঙ্গতনয়া মেঘা-অরুণিমারা , কেন জানেন

২০১৯ সালের 'রাষ্ট্রীয় বালশক্তি পুরস্কার' প্রদান অনুষ্ঠানে খোলা মেলা মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পরের প্রজন্মের একাধিক ক্ষুদে তারকাকে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রীর তরফে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের 'রাষ্ট্রীয় বালশক্তি পুরস্কার' প্রদান অনুষ্ঠানে খোলা মেলা মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পরের প্রজন্মের একাধিক ক্ষুদে তারকাকে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রীর তরফে।শুধু তাই নয় পুকস্কার প্রাপকদের সঙ্গে বসে একাধিক বিষয় নিয়ে আড্ডার মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। মোট ৭৮৩ জন এই পুরস্কার পেয়েছেন ।

অরুণিমা সেন

বেঙ্গালুরুর বাসিন্দা অরুণিমা সেন তৈরি করেছেন এনার্জি এফিশিয়েন্ট স্কাই স্ক্র্যাপার। যার জন্য পুরস্কৃত হন অরুণিমা।

সম্মানিত মেঘা বসু

অলিম্পিয়াড কুইজ খ্যাত মেগা বসু এদিন সম্মানিত হন।

আর্যমান লাখোটিয়া

আর্যমান লাখোটিয়া কলকাতার দুঃস্থ শিশুদের জন্য 'টয়জয়' তৈরি করে তাঁদের মুখে হাসি ফুটিয়েছেন। আর এজন্য তিনি সম্মানিত হন।

প্রত্যক্ষ বি আর

প্রত্যক্ষ বি আর শৌচালয়ের নিয়ে যুগান্তকারী সাফল্য় এনে দিয়েছেন। আর এই জন্য তিনি পুরস্কৃত হন।

ছোট্ট এহা

ছোট্ট এহা দীক্ষিত যুবশক্তি পুরস্কার পেয়েছে। গাছ লাগানোর জন্য তাকে অনন্য সম্মান দেওয়া হয়।

তাশি নামগয়াল

তাশি নামগয়াল অর্থনীতির ক্ষেত্রে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। এদিন তাঁকে সম্মানিত করেন প্রধানমন্ত্রী।

English summary
The Prime Minister, Shri Narendra Modi, today met and interacted with the winners of the Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X