ম্যায় নেহি হাম-এর ডাক মোদীর! নতুন উদ্যোগে সামিল এই কর্মীরা
বুধবার নতুন একটি পোর্টাল এবং অ্যাপ চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোর্টালের নাম 'ম্যায় নেহি হাম'। সেলফ ফর সোসাইটি থিমের ওপর কাজ করবে পোর্টালটি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের তথ্য প্রযুক্তির পেশাদারদের সঙ্গে কথা বলবেন।

উদ্দেশ্য তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত পেশাদার ও তাদের সংগঠনগুলিকে একসঙ্গে আনা এবং তাদের সামাজিক ভাবে ব্যবহার করা। যদি তা করা যায়, তা বৃহত্তর ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সাহায্য করা যাবে। এর ফলে প্রযুক্তির উপকারি দিকটির সাহায্যও নেওয়া যাবে। সমাজের উন্নতিতে যাঁরা কাজ করতে চান, সেই সমস্ত উৎসাহী মানুষদের জন্য একটা বড় জায়গা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই শিল্পের বড় কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তথ্য প্রযুক্তির পেশাদার এবং এই শিল্পের সঙ্গে যুক্ত অন্য কর্মীদের সামনে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও টাউন হল স্টাইল ফরম্যাটে প্রশ্ন-উত্তরেও অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্তত ১০০ টি জায়গা থেকে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা অংশ নেবেন।
The ‘मैं नहीं, हम’ portal is based on the principle of #Self4Society, which will bring together IT professionals and organisations to work for various social causes and bring a positive difference in the lives of our fellow citizens. https://t.co/qE2AObO7kx
— Narendra Modi (@narendramodi) October 23, 2018
Tomorrow afternoon, I eagerly look forward to taking part in an interesting programme, a Town Hall-style interaction with IT professionals, technocrats and tech-enthusiasts from all over India to launch the ‘मैं नहीं, हम’ portal and App. pic.twitter.com/SWpYF4PE5s
— Narendra Modi (@narendramodi) October 23, 2018