For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মধ্যে মন্ত্রিগোষ্ঠীকে বড় নির্দেশ মোদীর

Google Oneindia Bengali News

একাধিক রাজ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ১৫ এপ্রিলের পর আরও বেশি সময়ের জন্য লকডাউন বাড়াতে চায় রাজ্যে। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা একাধিক রাজ্য করেছে। এমন পরিস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর প্রতি বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদীর কোন বড় নির্দেশ

মোদীর কোন বড় নির্দেশ

লকডাউনের মধ্যে সারা দেশ যখন ঘরবন্দি ,তখন কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। সোমবার থেকেই কাজে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে মন্ত্রিগোষ্ঠীকে। করোনার আবহে যখন দেশ প্রবল সংকটে , তখনই এমন নির্দেশ আসে প্রধানমন্ত্রীর তরফে।

হটস্পট নিয়ে মোদীর বিশেষ বার্তা

হটস্পট নিয়ে মোদীর বিশেষ বার্তা

সংবাদ সংস্থা পিটিআই এর আগেই জানিয়েছে, নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার সদস্যদের লকডাউন তুলে নেওয়া নিয়ে একটি বিশেষ প্ল্যান প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। তাঁর সাফ বার্তা, দেশে যে সমস্ত এলাকা কোভিড হটস্পট নয়, সেখানে লকডাউন কীভাবে তোলা হবে, তা নিয়ে পরিকল্পনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রকগুলিকে বড় নির্দেশ

মন্ত্রকগুলিকে বড় নির্দেশ

করোনা আবহে কীভাবে লকডাউনের পর দেশে ধীরে ধীরে লকডাউন তোলা হবে তার রূপরেখা তৈরির নির্দেশ দেন মোদী। এই রূপরেখা মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে আমলাদেরও স্থির করতে হবে। ফলে সোমবার থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ কেন্দ্রীয় সচিব পর্যায়ের আমলাদের।

কীভাবে কাজ হবে সোমবার থেকে?

কীভাবে কাজ হবে সোমবার থেকে?

জানা গিয়েছে, কেন্দ্রীয় উচ্চস্তরের আমলাদের এক তৃতীয়াংশ কর্মী সোমবার থেকে কাজে যোগ দেবেন। সোমবার পাঞ্জাবের উৎসব বৈশাখী আয়োজিত হওয়ার কথা সেই দিন ছুটির দিন থাকলেও জরুরি পরিস্থিতিতে সমস্ত সরকারি আমলা ও মন্ত্রিরা কাজে যোগ দেবেন। এমনই নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর তরফে।

English summary
PM asks Council of Ministers to resume work from office on Monday, say sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X