For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM Cares for Children: করোনাতে বাবা-মা হারানো শিশুদের জন্য বড়সড় পদক্ষেপ মোদী সরকারের

করোনার সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত দেশ। কার্যত প্রত্যেকদিনই প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। যদিও স্বস্তির খবর হল ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণের হার। কিন্তু দেশজুড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। বাবা-মা করোনাতে আক্রা

  • |
Google Oneindia Bengali News

করোনার সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত দেশ। কার্যত প্রত্যেকদিনই প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। যদিও স্বস্তির খবর হল ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণের হার। কিন্তু দেশজুড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। বাবা-মা করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে।

বাবা-মা হারানো শিশুদের জন্য বড়সড় পদক্ষেপ মোদী সরকারের

গোটা দেশে এমন উদাহারণ ভুরি ভুরি পাওয়া যাচ্ছে। মারণ ভাইরাসে বাবা-মা হারিয়ে অকূল পাথারে পড়তে হয়েছে বহু নিষ্পাপ প্রাণকে। এই অবস্থায় ইতিমধ্যে একাধিক সংস্থা এগিয়ে এসেছে। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বেশ কয়েকটি রাজ্যও।

এবার মারন করোনার জন্যে অনাথ হওয়া শিশুদের পাশে দাঁড়াতে বড়সড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই উচ্চপর্যায়ের বৈঠকের পর সেই শিশুদের সুরক্ষার জন্য একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্র।

এদিনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় বাবা-মা হারানো শিশুদের দেখভালের কার্যত পুরো দায়িত্বই কেন্দ্র নেবে। শুধু তাই নয়, দেখাশোনার পুরো খরচটাই পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে করা হবে।

সূত্রের খবর, কোভিড অনাথ হওয়া শিশুদের বয়স একবার ১৮ হলে তাদের প্রতি মাসে স্টাইপেন হিসেবে একটা অর্থ সাহায্য করা হবে। তবে ঠিক কত টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে বৈঠকের পর মোদী সরকারের তরফে জানানো হয়েছে যে বয়স একবার ২৩ হলে তাদের এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে।

পুরো টাকাটাই পিএম কেয়ার্স ফান্ডের পক্ষ থেকে বহন করা হবে। এই সকল শিশুদের শিক্ষার ব্যবস্থাও পুরোপুরি বিনামূল্যে করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এখানেই শেষ নয়। এমন কোনও কিশোর যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয় এবং তার জন্য এডুকেশন লোন নিতে চায়, তবে সেটার মাসিক কিস্তিও পিএম কেয়ার্স ফান্ডের তরফে দেওয়া হবে।

এ ছাড়াও ১৮ বছর বয়স পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা পিএম কেয়ার্স ফান্ডের তরফে করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়। এবং এই প্রকল্পের কিস্তিও কেন্দ্রীয় সরকারই জোগাবে। প্রধাণমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা।

তবে এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কোভিডে মা-বাবাকে হারিয়ে যাঁরা অনাথ হয়েছে, তাঁদের মাসে ২,৫০০ টাকা দেবে কেজরি সরকার। ২৫ বছর না হওয়া অবধি এই টাকা দেওয়া হবে। অনাথদের শিক্ষার খরচও জোগাবে দিল্লি সরকার।

এমনকি যে পরিবারে একমাত্র উপার্জনকারী করোনায় মারা গেছেন, সেই পরিবারকে এক্সগ্রাসিয়া বাবদ এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে দিল্লি সরকার। এছাড়া পেনশন বাবদ প্রতি পরিবারকে মাসে দেওয়া হবে ২,৫০০ টাকা। এবার সে পথেই হাঁটলেন মোদী সরকার।

English summary
PM announces Rs 10 lakh fund, free education for children orphaned in pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X