For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপের রেজিস্ট্রেশন বাতিলের জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা

Google Oneindia Bengali News

আপের রেজিস্ট্রেশন বাতিলের জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : এতটুকু শান্তিতে থাকার জো নেই আম আদমি পার্টির। ফের সমস্যার সম্মুখীন এই সদ্যোজাত রাজনৈতিক দলটি। দলের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য একটি জনস্বার্থ মামলা দিল্লি হাই কোর্টে দায়ের করা হয়েছে। অভিযোগ নকল নথিপত্র ও কাগজের সাহায্যেই দলের নাম রেজিস্টার করা হয়েছে।

এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আম আদমি পার্টিকে আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকেও বিরত রাখার জন্য আর্জি জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়।

এমনকী নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসাবে নাম নথিভুক্ত করার সময় আপের বিরুদ্ধে অভিযোগ ওঠা মিথ্যা কাগজ ও নথিপত্রের জালিয়াতি বিষয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট-এর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মামলাকারী হংসরাজ জৈন।

শুধু আপ না হংসরাজ জৈন অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের সেই সব আধিকারিকের শাস্তির দাবীও দানিয়েছেন, যারা ওই সমস্ত কাগজপত্রর সত্যতা যাচাই করতে অসফল হয়েছে।

মামলকারী নিজে ১৯৮৯ ও ১৯৯১ সালে পূর্ব দিল্লি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন বলে জানিয়েছেন। তাঁর কথায় নির্বাচন কমিশনের কর্মীদের তাড়াহুড়োর কারণে তথ্য সঠিকভাবে যাচাই হয়নি।

তাঁর অভিযোগ,কয়েকজন আপ সদস্যদের এফিডেফিট-এ দেওয়া বাড়ির ঠিকানা ও ভোটার কার্ড বা আয়কর ছাড়ের যে ঠিকানা তাতে সামঞ্জস্য নেই।

English summary
Plea in Delhi HC for cancellation of AAP’s registration as a party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X