For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও গেমস খেললে বাচ্চাদের বুদ্ধি বাড়ে, এমন তথ্য উঠে এল সমীক্ষায়

ভিডিও গেমস খেললে বাচ্চাদের বুদ্ধি বাড়ে, এমন তথ্য উঠে এল সমীক্ষায়

  • |
Google Oneindia Bengali News

আগে বাচ্চারা বাড়ির বাইরে খেলতে যেত। কতরকম খেলা কুমিরডাঙ্গা, চোরপুলিশ আর কত কী। কিন্তু এখন সেগুলি প্রায় অতীত। শিশুরা বাড়িতে থাকায় তাঁরা বাড়ির মধ্যে নয় কম্পিউটার, নয় মোবাইল, না হয় ভিডিও গেমসের খেলা বেছে নিচ্ছে। যখন শিশুরা ভিডিও গেমস খেলে, আর সেটা যদি বাবা-মা থেকে শুরু করে পরিবারে কেউ দেখেন, ব্যস তাহলে হয়ে গেল। রেগে যান খুব। আর বেচারা বাচ্চাগুলোও খুব বকা খায়। অগত্যা উপায় আর কি, বকা খেলেও তাঁরা কিন্তু গেম ঠিক খেলে যায়। জানেন কি এবার সমীক্ষায় উঠে এল কি কত? যেসকল শিশুরা গেম ভিডিও গেম বেশী খেলে তাদের অন্য শিশুদের থেকে বুদ্ধি একটু বেশীই।

 সমীক্ষায় কী উঠে এল

সমীক্ষায় কী উঠে এল

এনিয়ে মতবিরোধ কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়। কেউ বলে ভিডিও গেম খেললে নেতিবাচক প্রভাব পরে আবার কেউ বলে ইতিবাচক। সায়েন্টিফিক রিপোর্টস জার্নাল থেকে জানা গিয়েছে, যে সকল বাচ্চা বেশি পরিমাণে গেম খেলে তাদের বুদ্ধি অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি। সেই সঙ্গে গড়ের চেয়ে প্রায় ২.৫ আইকিউ পয়েন্ট বেশি বেড়েছে।

 ক্লিংবার্গ মত কী

ক্লিংবার্গ মত কী

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নিউরোসায়েন্স বিভাগের কগনিটিভ নিউরোসায়েন্সের অধ্যাপক টর্কেল ক্লিংবার্গ জানান, ঘুম, শারীরিক কার্যকলাপ, সুস্থতা , স্কুলের কার্যকলাপ বা যাতায়াত সম্পর্কে আমরা কোনও পরীক্ষা করিনি। তাই আমরা সেই সম্পর্ক কিছু বলতে পারি না।

 গবেষণায় কী দেখা গেল

গবেষণায় কী দেখা গেল

গবেষণায় উঠে এসেছে, ভিডিও খেললে বুদ্ধি বাড়ে। বুদ্ধি মস্তিস্ক নিয়ন্ত্রণ করে। আর সেই মতোই বলা হচ্ছে, যেসব শিশুরা বেশী ভিডিও গেমস খেলে, তারা বুদ্ধির দিকে একটু বেশিই প্রখর হন।

গবেষণায় উঠে এসেছে, আমস্টারডামের ভ্রিজ ইউনিভার্সিটি, ক্যারোলিনস্কা-এর গবেষকরা জানান, বিশেষকরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ বছর বয়সী ছেলেমেয়েরা বেশী ভিডিও গেমস খেলায় অন্যদের থেকে তাদের বুদ্ধি একটু বেশি। দু' বছরে এমন শিশুর সংখ্যা ৫ হাজার।

সমীক্ষা উঠে এল এক বড় তথ্য

সমীক্ষা উঠে এল এক বড় তথ্য

সমীক্ষায় উঠে এসেছে, গড়ে, শিশুরা দিনে ২.৫ ঘন্টা টিভি দেখে, আধা ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায় এবং ১ ঘন্টা ভিডিও গেম খেলে। ক্লিংবার্গ বলেন, আমরা এখন কিভাবে শৈশব ও মস্তিষ্কের বিকাশের সঙ্গে সম্পর্কিত তা অধ্যয়ন করব। ডিসল্যক্সিয়া সমস্যা থেকে বের হওয়ার জন্য গেম খেলা ভালো। এমনটাই উঠে আসছে তথ্যে। অনেক গবেষকদের মতে, গেম খেললে সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। সেই স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে গেম। তাছাড়া মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই ভিডিওগেম খেলে থাকেন।

প্যান কার্ড কেলেঙ্কারি থেকে কীভাবে নিরাপদ থাকবেন, জেনে নিন বেশকিছু বিষয়প্যান কার্ড কেলেঙ্কারি থেকে কীভাবে নিরাপদ থাকবেন, জেনে নিন বেশকিছু বিষয়

English summary
playing video games improves childrens intelligence say survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X