For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপ বাড়ল মধ্যবিত্তের!‌ প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বৃদ্ধি করল রেল, সব তথ্য জেনে নিন এক নজরে

চাপ বাড়ল মধ্যবিত্তের!‌ প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বৃদ্ধি করল রেল, সব তথ্য জেনে নিন এক নজরে

Google Oneindia Bengali News

জ্বালানি তেলের পাশাপাশি দেশজুড়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ালো ভারতীয় রেল। নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা থেকে ৩০ টাকা করে দেওয়া হয়েছে। ভোটের মুখে আচমকা টিকিটের মূল্য বাড়িয়ে দেওয়ায় এতে নিত্যযাত্রীদের সমস্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

১০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা

১০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা

এর পাশাপাশি স্থানীয় ভাড়াও ১০ টাকা থেকে ৩০ টাকা বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। উদাহরণ স্বরূপ বলা চলে কোনও যাত্রী যদি দিল্লি থেকে গাজিয়াবাদ সফর করেন তবে ১০টাকার বদলে ৩০ টাকার টিকিট কাটতে হবে। ফেব্রুয়ারিতে স্বল্প-দুরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম বাড়ার পর এটি হয়। সামান্য ভাড়া বৃদ্ধি অপ্র‌য়োজনীয় সফরকে রুখতে করা হয়েছে বলে জানিয়েছে রেল।

যাত্রীবাহী ট্রেনগুলির বিশেষ ট্রেন হিসাবে চালানো

যাত্রীবাহী ট্রেনগুলির বিশেষ ট্রেন হিসাবে চালানো

করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকে যে লকডাউন চলছিল তা একটু শিথিল হতেই রেলের পক্ষ থেকে শুধুমাত্র বিশেষ ট্রেন চালানো হচ্ছে। দুরপাল্লার ট্রেনের পাশাপাশি এখন স্বল্প দুরত্বের ট্রেনগুলিকে বিশেষ ট্রেন হিসাবে চালানো হচ্ছে। রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, কোভিড-১৯ মহামারির বিশেষ বিধান হিসাবে, একই দুরত্বের মেল ও এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিটের সঙ্গে এই ট্রেনগুলির ভাড়া বাড়ানো হয়।

 শহরতলির ট্রেনের ভাড়া বৃদ্ধি

শহরতলির ট্রেনের ভাড়া বৃদ্ধি

এর আগে রেল শহরতলির ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছিল, যা এই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। শহরতলির ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও সধারণ নন-এসি, শহরতলি নয় এমন ট্রেনের ভাড়া প্রতি কিমিতে ১ পয়সা করে বাড়ায় রেল। এরপর রেলের পক্ষ থেকে এও ঘোষণা করা হয় যে মেইল/‌এক্সপ্রেসের নন-এসি ট্রেনে প্রতি কিমিতে ২ পয়সা করে ও এসি কামরার জন্য প্রতি কিমি ৪ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়।

প্রযোজ্য প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেও

প্রযোজ্য প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেও

এই ভাড়া বৃদ্ধি শতাব্দী, রাজধানী ও দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য। ২০১৪-২০১৫ সালে শেষবারের মতো ট্রেনের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। যেখানে সব শ্রেণীর টিকিটের মূল্য বেড়েছিল ১৪.‌২ শতাংশ এবং ভাড়ার চার্জ বেড়েছিল ৬.‌৫ শতাংশ। যদিও রেল এরপর থেকে ফ্লেক্সি-ফেয়ার স্কিমে নির্বাচিত কিছু ট্রেনে উল্লেখযোগয়ভাবে ভাড়া বাড়িয়েছে এবং বন্দে ভারত ও তেজস এক্সপ্রেসের মতো উচ্চ ভাড়ার ট্রেনগুলি চালু করেছে। এছাড়াও সুবিধা এক্সপ্রেসের মতো উচ্চ ভাড়ার ট্রেনও চালু করে রেল।

রেল এক বিবৃতিতে জানিয়েছে যে ভাড়া বৃদ্ধির টাকা রাজস্ব খাতে ও রেলকে আধুনিক করার কাজে ব্যবহৃত হবে।

তৃণমূল-বিজেপিকে বিঁধতে বামেরা শান দিচ্ছে গোপন হাতিয়ারে, ফোকাসে প্রচার-যুদ্ধ তৃণমূল-বিজেপিকে বিঁধতে বামেরা শান দিচ্ছে গোপন হাতিয়ারে, ফোকাসে প্রচার-যুদ্ধ

English summary
platform ticket price raised from rs 10 to rs 30
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X