For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ঐক্যমূর্তিকে চ্যালেঞ্জ মহারাষ্ট্র সরকারের, বিশ্বের উচ্চতম মূর্তি হবে শিবাজির

Google Oneindia Bengali News

মোদীর ঐক্যমূর্তিকে চ্যালেঞ্জ মহারাষ্ট্র সরকারের, বিশ্বের উচ্চতম মূর্তি হবে শিবাজির
মুম্বই, ৬ ফেব্রুয়ারি : গুজরাট বনাম মহারাষ্ট্র।

সর্দার বল্লভ ভাই পটেল বনাম বীর মারাঠা শিবাজি।

প্রতিযোগিতাটা বিশ্বের সবচেয়ে উচু মূর্তি বানানোর। মহারাষ্ট্র ক্যাবিনেট মঙ্গলবার মহারাজা শিবাজির মূর্তি স্থাপনের জন্য ১০০কোটি বরাদ্দের প্রস্তাবকে অনুমোদন দিল। এই মূর্তিটি তৈরি হলে গুজরাতে প্রস্তাবিত সর্দার বল্লভ ভাই পটেলের ঐক্যমূর্তিকেও ছাপিয়ে যাবে শিবাজির মূর্তি।

১৮২ মিটার উচ্চতার বল্লভ ভাইয়ের মূর্তিটিই দেশের সবচেয়ে বড় মূর্তি হবে বলে দাবি নরেন্দ্র মোদীর। যা স্টাচু অফ লিবার্টির আয়তনের দ্বিগুন হবে। জবাবে তারাও যে পিছিয়ে নেই সেই বার্তাই দিতে চাইছে মহারাষ্ট্র।

বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চবন জানিয়েছেন, শিবাজির মূর্তিই হবে দেশার সর্বোত্ত মূর্তি। যদিও মূর্তি সম্পর্কে কোনও রকম তথ্য তিনি দেননি। সূত্রের খবর অনুযায়ী শিবাজির মূর্তিটির উচ্চতা হবে ১৯০ মিটার। যে বেদীর উপর মূর্তিটি স্থাপন করা হবে তার আয়তন হবে ১৬ হেক্টর।

ঐক্যমূর্তির উচ্চতা ১৮২ মিটার, শিবাজির মূর্তিটির উচ্চতা হবে ১৯০ মিটার

রাজভবন থেকে ১.২ কিলোমিটার ও নারিমন পয়েন্ট থেকে ৩.৬ কিলোমিটার দূরে আরব সাগরে স্থাপন করা হবে মূর্তিটি। সমুদ্র স্তর থেকে ৩-৪ মিটার উচ্চতায় বেদী বসানো হবে যাতে জোয়ারের সময়ও বেদীটি জলের তলায় না চলে যায়।

সূত্রের খবর অনুযায়ী, ২০০৪ সালে নির্বাচনী প্রচারে কংগ্রেস-এনসিপি সরকার স্টাচু অফ লিবার্টির ধাঁচে একটি মূর্তি বানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ২০০৯ সালে এই প্রসাবের জন্য ৩৫০ কোটি টাকার হিসাব ধরা হয়েছিল। সেই প্রতিশ্রুতিই এখন মহারাষ্ট্র সরকার পালন করতে চলছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

এদিকে, শিবাজির মূর্তিকে দেশের বৃহত্তম মূর্তি বানানোর ক্ষেত্রে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মহারাষ্ট্রে বিশ্বের উচ্চতম মূর্তি স্থাপন করে মোদীকে কড়া জবাব দিতে চাইছে কংগ্রেস সরকার। অন্যদিকে শিবাজি মহারাষ্ট্রের আবেগের সঙ্গে জড়িত। সেই আবেগকে উস্কে নির্বাচনে সুযোগ নিতে চাইছে এই প্রবীন রাজনৈতিক দল। গুজরাতের মুখ্যমন্ত্রী জাকজমকভরে বিশ্বের উচ্চতম মূর্তির ঘোষণা করে দিতেই তার থেকেও উঁচু মূর্তি স্থাপন করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস।

এদিকে যে হারে ঐক্যমূর্তির প্রচার হয়ে গিয়েছে তাতে তার উচ্চতা বাড়ানোর ঘোষণা বিজেপি বা মোদীর পক্ষে করা সম্ভব নয়। সেক্ষেত্রে শেষ কথা কংগ্রেসই বলবে।

মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে শিবসেনা। শিবসেনা বিধায়ক সুভাষ দেশাই বলেছেন, গত ১০ বছর ধরে আমরা অপেক্ষাই করে চলেছি। কিন্তু সরকার শুধু নির্বাচনের আগেই এই মূর্তি স্থাপনের কথা ভাবে। শিবাজির মূর্তি স্থাপন নিয়ে রাজনীতি করছে কংগ্রেস।

English summary
Counter to Gujarat Chief Minister Narendra Modi's mission of building the statue of unity, The Maharashtra cabinet approved a proposal to allocate Rs. 100 crore for installation of a statue of warrior king Shivaji off the Mumbai coast,which will be the tallest statue in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X