For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের প্রথম দ্রুততম ট্রেন নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে, বিতর্কে রেল মন্ত্রীর টুইট

দেশের সবচেয়ে দ্রুততম ট্রেন নিয়ে তরজায় বিজেপি-কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে দেশের উন্নয়নের প্রশ্ন নিয়ে বিজেপিকে একচুল জমিও ছাড়তে রাজি নয় কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

দেশের সবচেয়ে দ্রুততম ট্রেন নিয়ে তরজায় বিজেপি-কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে দেশের উন্নয়নের প্রশ্ন নিয়ে বিজেপিকে একচুল জমিও ছাড়তে রাজি নয় কংগ্রেস। উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত রেলমন্ত্রী পীযূষ গোয়েলের টুইট ঘিরে।

দেশের প্রথম দ্রুততম ট্রেন নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে, বিতর্কে রেল মন্ত্রীর টুইট

একটি টুইটে রেলমন্ত্রী পীযূষ গোয়েল দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের ভিডিও পোস্ট করে 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের প্রশংসা করেন। প্রশংসা করেন ট্রেনটির গতি নিয়েও।

এরপরই বিজেপি মন্ত্রীকে নিশানায় রেখে সমালোচনা উঠে আসে কংগ্রেস শিবির থেকে। পীযূষ গোয়েলকে 'মিস্টার ঘোটালা' তকমা দিয়ে রীতিমত তোপ দাগে কংগ্রেস। কংগ্রেসের দাবি ভিডিওতে ট্রেনের গতি 'বাড়িয়ে' দেখাবার জন্য ভিডিওর ফ্রেম স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি এই বন্দে এক্সপ্রেস নিয়ে মিথ্যাচার করছে বলে দাবি করেছে কংগ্রেস। পাশাপাশি একই দাবি তুলেছেন কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর।

উল্লেখ্য, বন্দে এক্সপ্রেস 'ট্রেন ১৮' নামে পরিচিত। যা দেশের সবচেয়ে দ্রুততম ট্রেন হিসাবে পরিচিতি পেতে চলেছে। ট্রেনটির কোনও ইঞ্জিন নেই। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বারাণসী থেকে দিল্লির পথে চলাচল শুরু করবে এই ট্রেন। বিজেপি সরকারের আমলে রেলপরিষেবা ক্ষেত্রে এটি অন্যতম বড় বিষয় বলেও দাবি অনেকের।

English summary
Railway Minister Piyush Goyal's tweet on Sunday featuring a video of India's fastest train, was shot down by the Congress as "lies". The exchange on the website later turned out into a slug-fest between the supporters of the two parties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X