For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

মন্ত্রকের দায়িত্ব নিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক ম্যারাথন বৈঠক করেন।

  • |
Google Oneindia Bengali News

মন্ত্রকের দায়িত্ব নিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলের সুরক্ষা বিষয়ক এক ম্যারাথন বৈঠক করেন। বৈঠকে 'রেলওয়ে বোর্ড অ্যান্ড সেফটি ডিরোক্টোরেডেটর সমস্ত সদস্য হাজির ছিলেন। মূলত এই বৈঠকে রেল সম্পর্কিত নিরাপত্তার বিষয়টিই পর্যালোচনা করা হয়েছে।
বৈঠকে পর পর রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। এতগুলি পর পর দুর্ঘটনার কারণ সম্পর্কেও আলোচনা হয়েছে। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া রেল দুর্ঘটনাগুলি নিয়েও বিশ্লেষণ করা হয়েছে বৈঠকে। বৈঠকে রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যাত্রী নিরাপত্তাকেই মুখ্য বিষয় হিসাবে দেখা হবে। নিরাপত্তার সঙ্গে কোনও রকমের আপোশ করা হবে না।

রেলে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

রেল দুর্ঘটনা সংক্রান্ত দুটি বড় কারণ চিহ্নিত করা গিয়েছে। এগুলি হল, বেনামী লেভেল ক্রসিং- এর জন্য ২০১৬-১৭ সালে ৩৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়াএও, রেল লাইনে খামতি বা ফাটল থাকার জন্য রেল লাইনচ্যুত হচ্ছে । গোটা বৈঠকে, রেল দুর্ঘটনা কমাবার জন্য বিশেষ কয়েকটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। রেল দুর্ঘটনার বড় কারণগুলিকে খুঁজে বার করা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে রেলওয়েবোর্ডকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এগুলি হল-

  • ভারতের গোটা রেললাইন নেটওয়ার্ক থেকে অনামী লেভেল ক্রসিং সরাতে হবে। এর আগে এটি সারনোর জন্য় ৩ বছরের সময়সীমা দেওয়া হয়েছিল। তবে এখন এই সময়সীমা ১ বছরের মধ্যে বেঁধে দেওয়া হয়।
  • ট্র্যাক (লাইন) প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুযায়ী অগ্রাধিকারের প্রেক্ষিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • নতুন রেললাইনর কাজের অবস্থার ওপরেই নতুন রেল বড়মাত্রায় চালু করার বিষয়টি স্থির করা হবে।
  • আইসিএফ ডিজাইন কোচ তৈরি বন্ধ থাকবে। নতুন এলএইচবি ডিজাইনের কোচ এবার থেকে তৈরি করা হবে।
  • লোকোমোটিভ ট্রেনগুলিতে অ্যান্টি ফগ এলইডি লাইট লাগানোর ব্যাবস্থা করা হবে। যাতে নিরাপদে বিনা বাধায় ট্রেন চলাচল হতে পারে।

রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দেওয়া নির্দেশিকা যাতে পালিত হয় , সেই বিষয়টি নিয়মিত তত্ত্বাবধান করতে বা হয়েছে রেলবোর্ডকে ।

English summary
Railways and Coal, Shri Piyush Goyal today held a marathon meeting with members of full Railway Board & Safety Directorate of Railway Board to comprehensively review Safety measures for train operations. A detailed presentation on Safety was made at the meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X