অনাদায়ী ঋণ আদায় হয়েছে ৩ লক্ষ কোটি, বাজেটে চাঞ্চল্যকর দাবি পীযুষ গোয়েলের
অনাদায়ী ঋণ আদায় নিয়ে জর্জরিত ব্যাংকিং সেক্টরের পাশে দাঁড়াল কেন্দ্র। অন্তর্বর্তীকালীন বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল ফুৎকারে উড়িয়ে দিলেন বিরোধীদের অভিযোগ। তাঁর সাফ কথা, অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম হয়েছে কেন্দ্র। যাঁরা ঋণখেলাপি রয়ে গিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

অনাদায়ী ঋণ আদায় নিয়ে পীযুষ গোয়েল বলেন, ২০১৭-১৮ আর্থিক বছরে ৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার তৎপর ব্যাংকিং স্টেক্টরে অনাদায়ী ঋণ আদায়ের ব্যাপারে। কোনও ঋণখেলাপিই রেহাই পাবে না। প্রত্যেকের কাছ তেকেই ঋণ আদায় করেই ছাড়বে তাঁদের সরকার।
[আরও পড়ুন:গোয়েলের জনমোহিনী বাজেট শুনে কী বললেন অসুস্থ অরুণ জেটলি ]
উল্লেখ্য, লিকার ব্যারন বিজয় মালিয়া থেকে শুরু করে পঞ্জাব ব্যাঙ্ক জালিয়াতি-কাণ্ডের নীরব মোদী ও মেহুল চোকসি বিপুল টাকা ঋণ খেলাপি করে বিদেশে পাড়ি দিয়েছে। তাঁদের অনাদায়ী টাকা আদায় করাই এখন কেন্দ্রের কাছে বিরাট চ্যালেঞ্জ।
[আরও পড়ুন:পোস্ট অফিসে টাকা জমাবেন! বাজেটে বিপুল কর ছাড়ের প্রস্তাব ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর]
সেই চ্যালেঞ্জ নিয়ে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিলেন সমস্ত ঋণ খেলাপিদের কাছে থেকেই আদায় হবে অনাদায়ী ঋণ। তিনি একইসঙ্গে অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে সরকার যে সক্রিয়, তা বুঝিয়ে দিয়েছেন বিগত আর্থিক বছরের পরিসংখ্যান তুলে ধরে।