দেশের প্রত্যেকটি শহরে মহিলাদের জন্য চালু হোক গোলাপি বাস, প্রস্তাব গড়কড়ির
এক কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে যেসব শহরে, সেখানে মহিলাদের জন্য গোলাপি বাস পরিষেবা চালু করা হোক। প্রস্তাব দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি।

গোলাপি বাস পরিষেবা
গণ পরিবহনে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গড়কড়ি জানান, বাসের চালক, কনডাক্টর ও যাত্রী সকলেই হবে মহিলা। তিনি আরও জানিয়েছেন যে বেশ কিছু শহরে এই গোলাপি বাস পরিষেবা শুরু হয়েছে এবং সফলতার সঙ্গে চলছে।

সিসি ক্যামেরা ও প্যানিক বাটন
মন্ত্রী আরও জানান যে বাস প্রস্তুতকারককে এটা নির্দেশ দেওয়া হবে যে নতুন বাসে অবশ্যই যেন প্যানিক বাটন ও সিসি ক্যামেরা থাকে। দিল্লিতে এ ধরনের বাস রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে নতুন সব গণ পরিবহনগুলিতে প্যানিক বাটন ও সিসি ক্যামেরা রয়েছে।

বৈদ্যুতিন দুই ও তিন চাকার গাড়ি
গড়কড়ি জানান, তাঁর মন্ত্রকের পক্ষ থেকে একটি উপদেষ্টা জারি করা হয়েছে যে বৈদ্যুতিক দুই ও তিন চাকার গাড়ি চালকদের পারমিটের জন্য অনুমতি দেওয়া হোক। এই দুই ও তিন ই-চাকার গাড়িগুলি বেশিরভাগই মহিলা যাত্রীরা ব্যবহার করেন এবং তাতে কর্মসংস্থানের ক্ষেত্রেও সহায়তা হবে।