For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটারদের উৎসাহ দিতে পিঙ্ক বুথ! জেনে নিন বিস্তারিত

সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। এবারই প্রথম কর্ণাটকের ভোটে এই ধরনের ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানকার কর্মীরা সবাই মহিলা। রাজ্যের ২২৪ টি কেন্দ্রেই রয়েছে সম্পর্ণ মহিলা পরিচালিত বুথ।

  • |
Google Oneindia Bengali News

সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। এবারই প্রথম কর্ণাটকের ভোটে এই ধরনের ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানকার কর্মীরা সবাই মহিলা। রাজ্যের ২২৪ টি কেন্দ্রেই রয়েছে সম্পর্ণ মহিলা পরিচালিত বুথ। মাইসুরু জেলায় সবমিলিয়ে ২৪ টি মহিলা পরিচালিত বুথে ভোট গ্রহণ হয়েছে শনিবার। এই জেলায় প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা দু থেকে তিনটি।

ভোটারদের উৎসাহ দিতে পিঙ্ক বুথ! জেনে নিন বিস্তারিত

মহিলা বুথগুলিকেই যাতে বাইরে থেকে চেনা যায়, সেই জন্য বুথগুলির মধ্যে ও বাইরে গোলাপী রং করা হয়েছে। পিঙ্ক বুথ ছাড়াও বুথগুলিকে শাখি নামেও অভিহিত করা হচ্ছে।

মাইসুরুর কৃষ্ণরাজা কেন্দ্রের ত্যাগরাজা রোডের আক্কানাবালাগা স্কুল। রাজ্যের পিঙ্ক বুথের অন্যতম। যেখানকার গেটে লেখা স্লোগান উই গো পিঙ্ক, উই গো টু দ্য পোলস।

ভোটারদের উৎসাহ দিতে পিঙ্ক বুথ! জেনে নিন বিস্তারিত

ছবিতে দেখা যাচ্ছে বুথে থাকা মহিলা ভোটকর্মীদের পরনের পোশাকের রংও গোলাপী রঙের। এখানকার নিরাপত্তাকর্মীদের পোশাকের রংও গোলাপী। ভোটারদের ভোটদানে আরও উৎসাহিত করতেই ধারণাটা আনা হয়েছে।

শনিবার ভোটের দিন আরকে নগরের পিঙ্ক বুথে ভোটারদের গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানানোও হয়।

এর আগে পঞ্জাব এবং হিমাচল প্রদেশের ভোটে এবং পরবর্তী কালে গুজরাত এবং উত্তর পূর্বের ভোটে পিঙ্ক বুথ তৈরি করা হয়েছিল।

English summary
Pink booths set up for the first time in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X