For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ধিত রেলভাড়া প্রত্যাহারের আর্জি, বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ট্রেন
মুম্বই, ২৩ জুন: রেলভাড়া বৃদ্ধির বিরুদ্ধে বম্বে হাই কোর্টে রুজু হল একগুচ্ছ জনস্বার্থ মামলা। সব ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। সোমবার এই মামলাগুলি দায়ের হয়। সবগুলিকে শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।

মুম্বই গ্রাহক পঞ্চায়েত নামে একটি ক্রেতা সুরক্ষা সংগঠন প্রথম এমন মামলা রুজুর উদ্যোগ নেয়। তাদের দেখাদেখি আরও অনেকে মামলা করেছে। ওই সংগঠনের তরফে এস দেশপাণ্ডে বলেন, "টিকিটের দাম বাড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন লোকাল ট্রেনের যাত্রীরা। সবার এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। গরিব মানুষের অসুবিধা হবে। তাই বর্ধিত দাম প্রত্যাহার করে পুরনো দামই কার্যকর রাখুক সরকার।"

সাংবাদিক কেতন তিরোদকর-ও একটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি বলেন, "লোকাল ট্রেন হল মুম্বইয়ের জীবন। দু'কোটি মানুষের যাতায়াতের মাধ্যম হল এই ব্যবস্থা। ওয়েস্টার্ন, সেন্ট্রাল ও হারবার, এই তিন শাখায় রোজ ৭০ লাখ যাত্রী যাতায়াত করেন। এখন লোকাল ট্রেনের দ্বিতীয় শ্রেণীতে যে মাসিক টিকিট এখন ৮৫ টাকা, সেটা বেড়ে হচ্ছে ১৫০ টাকা! প্রথম শ্রেণীতে মাসিক টিকিট এখন পড়ে ৭৯৫ টাকা। ভাড়া বাড়ায় এ বার যাত্রীদের দিতে হবে ১৯৩০ টাকা। দূরপাল্লার ট্রেনে ১৪.২ শতাংশ হারে যাত্রীভাড়া বাড়লেও লোকাল ট্রেনে তা দ্বিগুণ হয়েছে।"

এদিকে, রেলভাড়া বৃদ্ধির বিরুদ্ধে এদিনও দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখিয়েছে নানা রাজনীতিক দল। কলকাতায় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। ওডিশায় বিক্ষোভ দেখায় বিজেডি। দিল্লিতে নকশালপন্থীরা বিক্ষোভে শামিল হয়। বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

English summary
PILs filed in Bombay High Court against rail fare hike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X