For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলটকেই পছন্দ বিজেপির! বঞ্চনা থেকে দ্বন্দ্ব, বলছে বিজেপি

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলটকেই পছন্দ বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী পদে যোগ্য ব্যক্তি সচিন পাাইলট। কিন্তু অশোক গেহলট দায়িত্ব নিয়েছিলেন।

Google Oneindia Bengali News

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলটকেই পছন্দ বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী পদে যোগ্য ব্যক্তি সচিন পাাইলট। কিন্তু অশোক গেহলট দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় থেকে দলে দ্বন্দ্বের শুরু বলে মন্তব্য করেছেন তিনি। সেই দ্বন্দ্বেরই ফল এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ধোঁয়া যখন দেখা গিয়েছে আগুন তো আছেই! দলে বিধায়কের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষেরধোঁয়া যখন দেখা গিয়েছে আগুন তো আছেই! দলে বিধায়কের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

বিজেপিতে যোগ দিচ্ছেন না পাইলট

বিজেপিতে যোগ দিচ্ছেন না পাইলট

রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হলেও, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

 নজর রাখছে বিজেপি

নজর রাখছে বিজেপি

তবে রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি নজরে রাখছে বিজেপি। পাইলটের পরবর্তী সিদ্ধান্ত জানা পর্যন্ত অপেক্ষা করছে বিজেপি। এখনও পর্যন্ত বলা যেতে পারে রাজস্থানের গেহলট সরকারের ওপর বিধায়কদের পর্যাপ্ত সমর্থন রয়েছে।

রাজস্থানের নতুন কংগ্রেস সভাপতি

রাজস্থানের নতুন কংগ্রেস সভাপতি

এদিকে এই বিদ্রোহের জেরে সচিন পাইলটকে রাজস্থান কংগ্রেসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সহয়েছে। তাঁর জায়গায় দারিত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ ও সিডব্লুসি সদস্য রঘুবীর মিনাকে। এদিন সকালে রাজস্থান পৌঁছে জরুরি বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, অজয় মাকেনের মতো নেতারা।

 ১০৯ বিধায়কের সমর্থন দাবি কংগ্রেসের

১০৯ বিধায়কের সমর্থন দাবি কংগ্রেসের

২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় কংগ্রেস তাদের দিকে ১০৯ জন সদস্যের সমর্থনের দাবি করেছে। এছাড়াও একাধিক বিধায়কের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস।

পুলিশি সমনের পরেই বিদ্রোহ চরমে

পুলিশি সমনের পরেই বিদ্রোহ চরমে

রাজস্থানে বিদ্রোহ নিয়ে শুক্রবার এফআইআর করা হয়েছিল। ঘোড়া কেনাবেনার অভিযোগ তোলা হয়েছিল। যার জেরে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটকে সমন পাঠায় রাজস্থান পুলিশ। আর এর পরেই সচিন পাইলটের বিদ্রোহ চরমে ওঠে।

English summary
Pilot is Rightful Candidate for Rajasthan CM Post claims BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X