For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের সম্ভাবনা আঁচ করে মৃত্যুর আগে সুপ্রিম কোর্টের পিআইএল! চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

অখিলেশ যাদবের অভিযোগ 'গাড়ি ওল্টায়নি, বরং সরকার ওল্টানোর হাত থেকে বেঁচেছে', এভাবেই ডন বিকাশ দুবের এনকাউন্টারকে তকমা দিচ্ছে যোগী সরকারের বিরোধীরা। বিরোধীদের দাবি, বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এদিকে, এনকাউন্টার হতে পারে বলে বিকাশের মৃত্যুর আগের দিনই সুপ্রিম কোর্টে একটি পিআইএল দায়ের করা হয়েছে।

 পিআইএল কী বলছে?

পিআইএল কী বলছে?

সুপ্রিমকোর্টে দায়ের করা পিআইএল বলছে, বিকাশ দুবেকে এনকাউন্টারে খতম করা হবে এমন সম্ভবনা রয়েছে। যেভাবে বিকাশ কাণ্ডে বাকি অভিযুক্তদের পুলিশি হেফাজতে এনকাউন্টার করা হয়েছে, সেভাবেই বিকাশকেও এনকাউন্টার করা হতে পারে।

 মুম্বইয়ের আইনজীবীর পিআইএল

মুম্বইয়ের আইনজীবীর পিআইএল

উত্তরপ্রদেশের ডন যখন মধ্যপ্রদেশ থেকে ধরা পড়ল, তখন সুদূর মুম্বইয়ের এখ আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় একটি পিআইএল দায়ের করেন শীর্ষ আদালতে। সেখানে তাঁর দাবি ছিল, দেশের জঙ্গি আজমল কাসাব ও আফজাল গুরুরা যদি আত্মপক্ষ পেশ করার সুযোগ পায় আদালতে, তাহলে কেন বিকাশ পাবে না?

 বিকাশ দুবে ভষ্মাসুর!

বিকাশ দুবে ভষ্মাসুর!

বিকাশ দুবের মৃত্যুর আগে দায়ের করা পিআইএল এ দাবি করা হয় যে বিকাশ ভষ্মাসুর। উত্তরপ্রদেশ পুলিশের কাছে বিকাশকে ভষ্মাসুরের মতো। পিআইএল -এ এও দাবি করা হয়েছিল যে, বিকাশের তদন্ত জরুরি, তাতে গ্যাংস্টারের সঙ্গে কোন কোন পুলিশ বা রাজনৈতিক নেতার যোগ রয়েছে, সেই সমস্ত তথ্য জানা জরুরি।

পুলিশ খুনের এক সপ্তাহ বাদেই বিকাশের এনকাউন্টার

পুলিশ খুনের এক সপ্তাহ বাদেই বিকাশের এনকাউন্টার

কানপুরের দাগী গ্যাংস্টার বিকাশ দুবে এদিন এনকাউন্টারে মারা গিয়েছে। এদিন মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে তাকে আনা হচ্ছিল । পথে তার মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের দাবি, বিকাশ দুবেকে এদিন মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আর সেই ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সূত্রের দাবি বিকাশ পালানোর চেষ্টা করছিল। আর তার জেরেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এই ঘটনার ৭ দিন আগেই বিকাশের খোঁজে তল্লাশিতে আসা ৮ পুলিশ কর্মীকে খুন করে বিকাশের গ্যাং।

English summary
PIL in Supreme Court Predicted Vikas Dubey Would be Killed in Encounter day before his death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X