For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির পরিস্থিতি যেন দেশজুড়ে না ছড়ায়! সুপ্রিমকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Google Oneindia Bengali News

দিল্লিতে সিএএ ঘিরে হিংসা পরবর্তী পরিস্থিতিতে উদ্বিগ্ন বিভিন্ন মহল। সেই উৎকণ্ঠা থেকেই দিল্লির পরিস্থিতি যাতে দেশে ছড়িয়ে না পড়ে তা নিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের করা হল সুপ্রিমকোর্টে। যোগিতা ভায়ানা নামক ব্যক্তির দায়ের করা এই জনস্বার্থ মামলায় আবেদন জানানো হয়েছে যাতে সাম্প্রদায়িক হিংসা রুখতে দেশজুড়ে নির্দেশিকা জারি করা হোক।

সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে এসআইটি গঠন করার আবেদন

সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে এসআইটি গঠন করার আবেদন

যোগিতা ভায়ানা নিজের আবেদনে আরও দাবি করেন যাতে অবিলম্বে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দিল্লি হিংসার তদন্ত করা হোক। আবেদনে যোগিতা দাবি করেন, অনেক মিডিয়া রিপোর্টের থেকেই স্পষ্ট যে দিল্লিতে হিংসা ছড়ানোর সময় পুলিশের থেকে সাহায্য চেয়েছিলেন অনেকে। তবে দিল্লি পুলিশ প্রথম দিকে সেই আর্তিতে সারা দেয়নি। অভিযোগ, দিল্লি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।

বিজেপি নেতাদের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে শুনানি আজ

বিজেপি নেতাদের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে শুনানি আজ

এদিকে আজই সুপ্রিম কোর্টে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার করার অভিযোগে করা মামলার শুনানি। এই শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে, পরে সেই সংঘর্ষ ভয়ঙ্কর হিংসা পরিস্থিতির রূপ নেয়। প্রসঙ্গত, সিএএ-র সমর্থনে বিজেপি নেতা কপিল মিশ্রর এক জনসভার পর থেকেই দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলে উত্তেজনা ছড়ায়। এই কারণে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় বিজেপিকে।

বিদ্বেষমূলক প্ররোচনা ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিদ্বেষমূলক প্ররোচনা ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিজেপি নেতাদের বিদ্বেষমূলক প্ররোচনার জেরেই দিল্লিতে হিংসা ছড়িয়েছে, তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লি হিংসার বলি মানুষজনের পরিবার। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হোক, আবেদন করেন আইনজীবীরা। সোমবার মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট শান্তি কামনা করে তবে এভাবে সহিংসতা নিয়ন্ত্রণ করা আদালতের পক্ষে সম্ভব না।

ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের কাছে ৪ সপ্তাহ সময়

ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের কাছে ৪ সপ্তাহ সময়

এর আগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদরত বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশকে ৪ সপ্তাহ সময় দেয় দিল্লি হাইকোর্ট। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় যু্ক্ত থাকার অভিযোগে ১৪০০ জনকে গ্রেফতার বা আটক করা হয়েছে। এছাড়া দিল্লি পুলিশ জানাচ্ছে, ৪৩৬টিরও বেশি অভিযোগ দায়ের হয়েছে হিংসা সম্পর্কিত ঘটনায়।

English summary
pil filed in supreme court for national guide to prevent delhi situation across nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X