For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি থেকে হয়েছিলেন সেনা! সেই বীর জওয়ান হত্যায় মর্মস্পর্শী বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সেনা জওয়ান সান্ত্বনা দিচ্ছেন মৃত সহকর্মীর বাবাকে। বলছেন, তিনি একা নন। সোশ্যাল মিডিয়ায় মর্মস্পর্শী এই ছবি ভাইরাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সেনা জওয়ান সান্ত্বনা দিচ্ছেন মৃত সহকর্মীর বাবাকে। বলছেন, তিনি একা নন। সোশ্যাল মিডিয়ায় মর্মস্পর্শী এই ছবি ভাইরাল হয়েছে। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি বিরোধী অভিযানের সময় গুলিতে মৃত্যু হয় ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানির।

জঙ্গিদের গুলিতে মৃত্যু সেনা জওয়ানের

জঙ্গি বিরোধী অভিযানো ছয় জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে মারা যান দুবারের সেনা মেডেল জয়ী নাজির আহমেদ ওয়ানি। কুলগাওয়ের বাসিন্দা নাজির আহমেদ ওয়ানি ছিলেন টেরিটোরিয়াল আর্মিতে। রবিবার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের হয়ে নেমেছিলেন জঙ্গি দমনে। একসময়ের জঙ্গি ৩৮ বছরের নাজির আহমেদ ওয়ানি ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিলেন। ২০০৪ সালে ভারতীয় সেনার যোগ দিয়েছিলেন তিনি।

মৃত জওয়ানকে নিয়ে টুইট ভারতীয় সেনার

মৃত জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় সেনার তরফে হৃদয় বিদারক ছবিটি টুইটারে দেওয়া হয়। ছবিটি তোলা হয়েছিল ওই জওয়ানের শেষকৃত্যের সময়। টুইটারে মৃত জওয়ানের বাবাকে উদ্দেশ্য করে লেখা হয়, আপনি একা নন।

মর্মস্পর্শী ছবি ভাইরাল

ভারতীয় সেনার টুইট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জঙ্গি বিরোধী অভিযান তীব্রতর

প্রশাসন সূত্রে খবর, এই মূহুর্তে উত্তর কাশ্মীরের তুলনায় দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গির সংখ্যা বেশি। এদের বিরুদ্ধে অভিযান তীব্র করা হয়েছে। প্রবল বরফপাতের মধ্যেও সীমান্তে ২৪ ঘন্টার নজরদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

English summary
Photo of Indian Army officer consoling father of slain soldier has left people teary-eyed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X