For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ভ্য়াকসিন ব্যবহারের জন্য আবেদন তুলে নিল ফাইজার

ভারত থেকে করোনা ভ্যাকসিনের ব্যবহারের জন্য ফাইজার তুলে নিল আবেদন

  • |
Google Oneindia Bengali News

আপৎকালীন পরিস্থিতিতে টিকাকরণের জন্য পাঠানো আবেদন তুলে নিল ফাইজার। মার্কিন ওষুধ প্রস্তুতারক সংস্থা জার্মানির বায়ো এনটেক-এ ভ্যাকসিন নির্মাণ করছে। সংস্থার তরফে এদিন ভারতের সংশ্লিষ্ট কমিটির বৈঠকের পরই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ভারত থেকে করোনা ভ্যাকসিনের ব্যবহারের জন্য ফাইজার তুলে নিল আবেদন

সংস্থা জানিয়েছে , বৈঠকের পর তারা বুঝতে পেরেছেন যে , ভ্যাকসিন সম্প্রেক আরও কিছু তথ্য ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে রাখতে হবে। আর তার জেরেই ভারতে এই টিকার ব্যবহারের আর্জি সরিয়ে নিল ফাইজার। প্রসঙ্গত, ইতিমধ্যেই , কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ভারতে আপৎকালে ব্যবহারের ছাড়পত্র মোদী সরকার দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে ফাইজারের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।

তবে ভবিষ্যতে যে ফাইজার এই আবেদন করবেই সেবিষয়ে কিছু নিশ্চিত করেনি সংস্থা। তারা জানিয়েছে ভবিষ্যতে এই বিষয়ে তারা আবেদন করার দিকে তাকিয়ে রয়েছে। প্রসঙ্গত দেশে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কোরনা রোধে টিকাকরণের পর্ব।

মহাপঞ্চায়েতে সাফ না যোগী সরকারের, প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ফরমান জারি উত্তরপ্রদেশে মহাপঞ্চায়েতে সাফ না যোগী সরকারের, প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ফরমান জারি উত্তরপ্রদেশে

English summary
Pfizer Withdraws its Covid Vaccine Request in India for Emergency use, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X