For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ রাজ্যে একযোগে তল্লাশি, গ্রেফতার ৪৫ জন PFI নেতা, আগামীকাল কেরল বনধের ডাক সংগঠনের

১৫ রাজ্যে একযোগে তল্লাশি, গ্রেফতার ৪৫ জন PFI নেতা, আগামীকাল কেরল বনধের ডাক সংগঠনের

Google Oneindia Bengali News

আগামীকাল কেরল বনধের ডাক দিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। আজ ১৫টি রাজ্যে একযোগে তল্লাশি চালিয়েছে এনআইএ। জঙ্গি যোগ, জঙ্গি মদত এবং জঙ্গি কার্যকলাপে অার্থিক সাহায্যের অভিযোগে ৪৫ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারই প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামীকাল কেরল বনধের ডাক দেওয়া হয়েছে।

আগামীকাল কেরল বনধের ডাক সংগঠনের

ভোর রাত থেকে দেশের একাধিক রাজ্যে তল্লাশি শুরু করেছিল এনআইএ। রাতেই দিল্লি থেকে গ্রেফতার করা হয় সংগঠনের প্রধানকে। পশ্চিমবঙ্গেও পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে এনআইএ। সংগঠনের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ রয়েছে। জঙ্গি কর্যকলাপে মদত এবং জঙ্গি কার্য কলাপে আর্থিক সাহায্যের অভিযোগে সংগঠনের ১০০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৪৫ জন নেতা।

ভোর রাত থেকে ১৫টি রাজ্যের ৯৩টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। কেরল,তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, অসম, মধ্যপ্রদেশ, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার, মণিপুরে প্রায় ৩০০ এনআইএ অফিসার একযোগে তল্লাশি চালায়। পুরো অভিযানের তদারকি করেছেন এনআইএ-র ডিজি।
৫টি মামলায় মোট ১০৬ জন পিএফআই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৪৫ জন নেতা।

সর্বাধিক গ্রেফতারি হয়েছে কেরল থেকে। সেখানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাাড়ু। সেখান থেকে ১১জনকে গ্রেফতার করা হয়। এছড়া কর্নাটক থেকে ৭ জন, অন্ধ্রপ্রদেশ থেকে ৪, রাজস্থান থেকে ২, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ থেকে ১ জন করে গ্রেফতার করা হয়েছে। মোট ৬১ জন ক্যাডেরসকে গ্রেফতার করেছে ইডি এবং পুলিশ।

এনআইএ-র দাবি পিএফআই নেতারা একাধিক জায়গায় জঙ্গি কার্যকলাপ, এবং জঙ্গি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করত। তারা অস্ত্র চালনার প্রশিক্ষণও দিত। তল্লাশিতে প্রচুর টাকা, অস্ত্র এবং বিপুল ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এনআইএ অভিযােনর প্রতিবাদে কেরল এবং কর্নাটকে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের সদস্যরা। মোদী সরকারের বিরুদ্ধে স্লোগানও তুলেছে তারা। তারই প্রতিবাদে শুক্রবার কেরলে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে সংগঠন।

English summary
PFI called Kerala Bandh On Friday after NIA Arrests 45 leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X