For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে হামলা পেট্যয়া র‌্যানসামওয়্যারের, ক্ষতিগ্রস্ত জহরলাল নেহরু পোর্ট

দেশের সবচেয়ে বড় 'কন্টেনার পোর্ট' মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের পরিষেবায় হানা দিল Petya বা পেট্যয়া র‌্যানসামওয়্যার ভাইরাস।

  • |
Google Oneindia Bengali News

দেশের সবচেয়ে বড় 'কন্টেনার পোর্ট' মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের পরিষেবায় হানা দিল Petya বা পেট্যয়া র‌্যানসামওয়্যার ভাইরাস। ফলে বিপর্যস্ত এই পোর্টের ৩ টি টার্মিনালের কাজ। আগেই বিশ্বের বিভিন্ন দেশে তথা ইওরোপ জুড়ে হামলা চালায় এই ম্যালওয়্যার। মঙ্গলবার রাতেই এই হানার শিকার হয়েছে পোর্টের পরিষেবা। সাম্প্রতিকতম খবর অনুযায়ী মুম্বইয়ের এই বন্দরে এখন কোনও কাজ কর্ম করা যাচ্ছে না ইন্টারনেট যোগে।

ভারতে হামলা পেট্যয়া র‌্যানসামওয়্যারের, ক্ষতিগ্রস্ত জহরলাল নেহরু পোর্ট

ভারতে এই প্রথম এই নতুন পেট্যয়া ম্যালওয়্যার হানা হল বলে খবর। এদিকে, ভারতের এই কন্টেনার পোর্টটিতে প্রায় ১.৮ মিলিয়ন স্ট্যান্ডার্ড কন্টেনার ইউনিট রয়েছে । যাদের পুরো পরিষেবাই ধসে গিয়েছে। গোটা পোর্টের প্রায় বহু অংশেই কাজ বন্ধ হয়ে রয়েছে। ইন্টারনেট যোগে যে পরিষেবা চলত এই পোর্টে তা বিপর্যস্ত এখন।

এর আগে জানা যায়, গোটা ইওরোপের ব্যাঙ্কিং ও হাসপাতালের পরিষেবাকে ক্রমেই দুর্বল করে দিতে শুরু করেছে এই ম্যালওয়্যার। এর সঙ্গে যোগ হয়েছে রাশিয়ার বহু সরকারি পরিষেবাও। ক্ষতিগ্রস্ত ইউক্রেন। ফলে ক্রমাগত ছড়াচ্ছে নতুন এই ম্যালওয়্যারের আতঙ্ক।

English summary
India’s largest container port Jawaharlal Nehru Port (JNPT) experienced the impact of the Petya ramsonware on late Tuesday night. As per the latest reports, no operation is being carried out at JNPT currently.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X