For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল মাসের শুরুতেই দাম বাড়বে জ্বালানি তেলের! মাথায় হাত আমজনতার

Google Oneindia Bengali News

জাতীয় তেল শোধনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল শুক্রবার জানিয়ে দেয় যে এপ্রিল মাস শুরু হতেই তেলের দাম বাড়ানো হবে। বিএস-৪ জ্বালানি তেলের দাম বাড়ানো হবে বলে জানালেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং।

১৭,০০০ কোটি টাকা ব্যয় করে ইন্ডিয়ান অয়েল

১৭,০০০ কোটি টাকা ব্যয় করে ইন্ডিয়ান অয়েল

সংস্থার চেয়ারম্যান সঞ্জিব সিং সাংবাদিকদের বলেন, 'আমাদের সংস্থা কম-সালফার ডিজেল ও পেট্রোল তৈরির জন্য পুনরায় সংশোধনাগার আপগ্রেড করেছি। এতে আমাদের ১৭,০০০ কোটি টাকা ব্যয় করেছে। নতুন ব্যবস্থায় তেল শোধনের ফলে জ্বালানিতে সালফারের পরিমাণ অনেক কমে যাবে। আগের তুলনায় তেলে ৫ গুণ সালফার কমবে।'

১ এপ্রিল থেকে বাড়বে তেলের দাম

১ এপ্রিল থেকে বাড়বে তেলের দাম

এরপর তেলের দাম নিয়ে সঞ্জিব বলেন, '১ এপ্রিল থেকে নিশ্চিত ভাবেই তেলের দাম বাড়ানো হবে। কিন্তু আমি সবাইকে আস্বস্ত করতে চাই যে সেই দাম বৃদ্ধি খুব নগণ্য পরিমাণের হবে। এতে কোনও গ্রাহকদেরই পকেটে সেরকম টান পড়বে না।'

কাশেম সুলেমানির হত্যার জেরে বিশ্বে তেলের দাম বাড়ে

কাশেম সুলেমানির হত্যার জেরে বিশ্বে তেলের দাম বাড়ে

এর আগে ইরানের সেনা অফিসার কাশেম সুলেমানিকে মার্কিনিরা মারলে বিশ্ব জুড়ে তেলের দাম বেড়েছিল। এতে প্রভাব পড়েছিল ভারতের উপরও। সেই সময় বিশ্ব জুড়ে তেলের দাম ৪.৪ শতাংশ বেড়ে গিয়েছিল।

শুক্রবার কমে তেলের দাম

শুক্রবার কমে তেলের দাম

এদিকে এপ্রিলে দাম বাড়তে চললেও বর্তমানে তেলের দাম নিয়ে স্বস্তিতে দেশবাসী। শুক্রবার ছয় পয়সা কমেছে ডিজেলের দাম। এর ফলে কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি কমে দাঁড়াল ৬৭.‌৯২ টাকা। চার পয়সা দাম কমেছে পেট্রোলের। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম ৭৪.৬০ টাকা।

English summary
petroleum oil price to rise in april announces indian oil chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X