For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ থেকে ৬ টাকা দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের! আরও চাপ মধ্যবিত্তের উপর

বিশ্ব বাজারে ক্রুড ওয়েলের দাম ক্রমশ (Crude Price Hike) বাড়ছে। Crude- অয়েলের দাম বাড়লেও তেমন ভাবে দেশে বাড়ছে না পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম। আর এর ধাক্কা ভারতের তেল সংস্থাগুলির উপর ভয়ঙ্কর ভাবে পড়ছে। বিশেষ কর

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব বাজারে ক্রুড ওয়েলের দাম ক্রমশ (Crude Price Hike) বাড়ছে। Crude- অয়েলের দাম বাড়লেও তেমন ভাবে দেশে বাড়ছে না পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম। আর এর ধাক্কা ভারতের তেল সংস্থাগুলির উপর ভয়ঙ্কর ভাবে পড়ছে। বিশেষ করে সংস্থাগুলির মুনাফাতে সরাসরি আঘাত করছে।

কিন্তু এই মুহূর্তে দেশে পাঁচ রাজ্যে বিধানসভা (Assembly Elections) ভোট চলছে। ভোট হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এই অবস্থায় জ্বালানির দাম বাড়াতে কার্যত ভয় পাচ্ছে সরকার।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পাঁচ রাজ্যের ভোট মিটে গেলেই পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে তেল সংস্থাগুলি। আর তাতে প্রতি লিটারে পাঁচ থেকে ছয় টাকা দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে

ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে

বিশেষজ্ঞরা বলছেন, পেট্রোল-ডিজেলের দাম যদিও তেল সংস্থাগুলি না বাড়ায় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। ইতিমধ্যে লোকসান ক্রমশ বাড়ছে। এই অবস্থায় মার্জিন সামান্য বাড়াতে পেট্রোল এবং ডিজেলের দাম পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্ব বাজারে যদি ক্রুড ওয়েলের দামে কোনও প্রভাব না আসে তাহলে এই দাম বৃদ্ধি অসাম্ভাবি বলেই মনে করছেন অর্থনীতির কারবারিরা। আর এতে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে।

কতটা প্রভাব পড়বে?

কতটা প্রভাব পড়বে?

ICICI Securities-এর বিশ্লেষক প্রবাল সেন জানিয়েছেন, বিশ্ব বাজারে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি কিংবা হ্রাস যা লোকাল বাজারে তেলের দামের উপর পড়ে। তাঁর মতে, বিশ্বের বাজারে কুরড ওয়েলের দাম যদি এক ডলার প্রতি ব্যারোলে বৃদ্ধি হয় তাহলে স্থানীয় বাজারে এই দাম ৪৫ থেকে ৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায়। কিন্তু দীর্ঘদিন তেলের দামে কোনও প্রভাব পড়েনি। বিশ্বের বাজারে তেলের দাম ক্রমশ বাড়তে থাকার পরেও দিওয়ালির পর থেকেও পেট্রোল-ডিজেলের দামে কোনও প্রভাব পড়ে নি। দাম বাড়েনি কোনও। নভেম্বরের পর থেকে ক্রুড ওয়েলের দাম ২৫ ডলার প্রতি ব্যারোলে বেড়ে গিয়েছে।

ক্রুড ওয়েলের দাম ক্রমশ বাড়ছে

ক্রুড ওয়েলের দাম ক্রমশ বাড়ছে

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের মহড়া চলছে! যে কোনও মুহূর্তে বেঁধে যেতে পারে সংঘাত। আর এই অবস্থায় ক্রমশ বাড়ছে ক্রুড ওয়েলের চাহিদা। পাল্লা দিয়ে বাড়ছে দামও। বিশ্ব বাজারে ক্রুড ওয়েলের দাম মঙ্গলবার ৯৪ ডলার প্রতি ব্যারল হয়ে গিয়েছে। ২০১৪ সালের এই প্রথম, ক্রুড ওয়েলের দাম এত বেড়ে গিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, যদিও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাতের পইস্থিতি চলতেই থাকে তাহলে ক্রুড ওয়েলের দাম ক্রমশ বাড়বে। এমনকি প্রতি ব্যারোল ১২৫ হয়ে ডলার হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে স্বস্তির খবর ধীরে ধীরে শান্ত হচ্ছে ইউক্রেন এবং রশিয়ার মধ্যে সংঘাত। এই অবস্থায় কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে মনেই করা হচ্ছে।

English summary
Petrol price may hike by 5 to 6 rupee per litre, because crude oil price is high in international market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X